Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুমরাহর অর্ধেক হতে পারলেও ধন্য হয়ে যেতেন এই আফগান পেসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৭:৪৪ পিএম
ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ বর্তমান সময়ে অন্যতম সেরা বোলারদের মধ্যে একজন। বিশেষ করে ডেথ বোলিংয়ে তাকে খেলাটা বেশ কঠিন। ভারতের পেস আক্রমণে এখন সবচেয়ে বড় আস্থার স্থল হলেন বুমরাহ। আর ভারতের এ গতি তারকার বেশ বড় ভক্ত আফগান পেসার নাভিন-উল-হক। তিনি বুমরাহর এত বড়ই ভক্ত যে তিনি চ্যানেল নাইনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন,  বুমরাহ যে মানের বোলার তার ৫০ ভাগও হতে পারতেন তাহলে ধন্য হয়ে যেতেন তিনি।
 
‘তাকে আমি  পছন্দ করি একজন বোলার হিসেবে। ক্রিকেটের খুব শান্ত ও অসাধারণ এক কাস্টমার সে। কঠিন মূহুর্তেও সে যেভাবে নিজের সেরাটা দেয় অসাধারণ,     শেখার জন্য সে হলো আদর্শ। আমি ধন্য হয়ে যাব, সে যে মানের বোলার তার ৫০ ভাগ হতে পারি। সে সহজ ভাষায় ভয়ানক।’ সাক্ষাতকারে বলেন ২২ বছর বয়সী নাভিন। 
 
বুমরাহ ও নাভিনের বোলিং অ্যাকশনটাও প্রায় একই রকম। অনেকের ধারণা হয়তো বুমরাহর অ্যাকশনে প্রভাবিত হয়েই অনেকটা তার মত বল করেন আফগান গতি তারকা। তবে তিনি বলেছেন অবিশ্বাস্যভাবে বুমরাহর সঙ্গে তার অ্যাকশন মিলে যায়। 
 
'আমি নিজেও জানতাম না বুমরাহর সঙ্গে আমার বোলিং অ্যাকশনের মিল আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি কেউ বলেনি। ম্যাচ (ভারত-আফগানিস্তান) চলছিল তখন মাঠের বড় টিভিতে দেখলাম আমাদের দুই জনের বোলিং অ্যাকশন তুলনা করা হচ্ছিল। আমি তখন অবাক হয়ে যাই, বুঝতে পারি আমাদের মধ্যে মিল আছে। ওই ম্যাচের পর অনেকে আমাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করে। কিন্তু আমার বোলিং অ্যাকশন পুরোপুরি প্রাকৃতিক। আমাদের মধ্যে মিলটি অদ্ভুতভাবে মিলে গেছে।’ বলেন নাভিন। সুত্র : ক্রিকট্রেকার।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ