প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একঝাঁক তরুণ-তরুণী নিয়ে নির্মাণ হচ্ছে নাটক ‘ফাঁপরবাজি’। মূলত ব্যাচেলর ছেলে-মেয়েদের জীবনের নানান বিষয় উঠে এসেছে এই নাটকে। সম্প্রতি উত্তরায় বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। মো. রায়হান রনির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু।
নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন, একঝাঁক তরুণ-তরুণী নিয়ে ‘ফাঁপরবাজি’ নির্মাণ হতে যাচ্ছে। নাটকটির গল্প অসাধারণ। গত ৯ নভেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।
নাটকের গল্পে দেখা যাবে, রাজধানী ঢাকার একটি বাড়ি। এর একটি ফ্ল্যাটে থাকে একদল ব্যাচেলর মেয়ে। তাদের কর্ত্রী হিসেবে আছেন সেলিনা আন্টি। সবসময় তাদের নানাবিধ ঝগড়া, ঝামেলায় অতিষ্ট বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়ারা। এমনই সময়ে ওই বাড়িতে এসে ওঠে এক দল ব্যাচেলর ছেলে। যেন আগুনের পাশে ঘিয়ের আগমন। ব্যাচেলর ছেলে বনাম ব্যাচেলর মেয়ের মধ্যে শুরু হয় নানা তিক্ত-মিষ্টি ঝগড়া, খুনসুটি। কখনো কেউ ডিম ছুঁড়ে মারল, তো কেউ টিকটক নিয়ে অপমান করল! এসব নিয়ে বাড়িওয়ালা আরও দিশেহারা হয়ে পড়ে। এক পর্যায়ে এই বাক-বিতণ্ডা চূড়ান্ত রূপ নেয়। গল্প মোড় নেয় অন্যদিকে। সেই মোড় জানার জন্য দেখতে হবে নাটক ‘ফাঁপরবাজি’।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুন আহমেদ, আরফিন জুনায়েদ, জয় আহমেদ, রতন রহমান, জেবা জান্নাত, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো-সহ আরও অনেকে।
‘ফাঁপরবাজি’ নাটকের গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন রায়হান রনি। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন রতন রহমান। চিত্রগ্রহণ করেছেন জয় আব্রাহাম। জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। পাশাপাশি আমার এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।