Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলায় রক্তক্ষরণ, এক মাস গান গাওয়া নিষেধ সঙ্গীতশিল্পী সাহানার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৫:০৮ পিএম

গলায় রক্তক্ষরণের জন্য এক মাস গান গাইতে পারবেন না সঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী। চিৎকার করা, এমনকি কথা বলাও সম্পূর্ণ ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। নিজেই ফেসবুক পোস্টে এই সমস্যার কথা জানিয়েছেন সাহানা।

ফেসবুক পোস্টে সাহানা লিখেছেন, ‘আমার ভয়েস বক্সে গুরুতর হেমারেজ হয়েছে। স্ট্রোবোস্কোপিক পরীক্ষায় সেটা ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন এটা সারানোর জন‍্য অন্তত এক মাস আমাকে গান গাওয়া, কথা বলা বা চিৎকার করা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। দয়া করে আমার সঙ্গে থাকুন যাতে আমি এই নিশ্চুপ সত্ত্বাটার সঙ্গে মানিয়ে উঠতে পারি। যে সত্ত্বাটাকে আমার নিজেই চিনতে হবে। যাদের উপরে আমি চিৎকার করি তারা দয়া করে আমার থেকে দূরে থাকুন, আর আমিও থাকব।’

অত‍্যন্ত প্রাণবন্ত স্বভাবের মানুষ সাহানা। মুখে সর্বক্ষণ হাসি আর জিভের ডগায় কথা, সুর লেগেই থাকে তার। আড্ডাপ্রেমীয় সাহানাকে এক মাস পর্যন্ত চুপ করে থাকতে হবে শুনে তার নিজের তো বটেই, মন খারাপ ভক্তদেরও। কমেন্ট বক্সে ভিড় করে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা এবং শুভ কামনা করেছেন তারা।

চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় কন্ঠস্বর ব্যবহৃত হলে এই সমস্যা দেখা দেয়। আর গায়িকাকেও এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে হবে তাই গলাকে বিশ্রাম দিতে বলেছেন চিকিৎসক।

সাহানা বাজপেয়ী বর্তমানে একজন অতি জনপ্রিয় গায়িকা। তার কণ্ঠে বিভিন্ন গান শুনে বিভোর হননি এমন মানুষ খুবই কম আছেন। প্রায় সব বয়সের মানুষই তার গান অত্যন্ত পছন্দ করেন। হালের টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম নাম সাহানা। বিভিন্ন বাংলা সিনেমায় তার গলার জাদুতে বিমোহিত হয়েছেন শ্রোতাকুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহানা বাজপেয়ী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ