Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তানের বিদায়ের পেছনে বড় দায়টা জামাই শাহিনেরই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:৪৫ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে শেষ হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। দুবাইয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ২২ রান। শাহিন শাহ আফ্রিদির এক ওভারেই সেই রান তুলে নেন ম্যাথু ওয়েড। বিষয়টি দৃষ্টি এড়ায়নি শাহিনের হবু শ্বশুর শহিদ আফ্রিদির। তার চোখে পাকিস্তানের বিদায়ের পেছনে বড় দায়টা তার হবু জামাই শাহিনেরই।

আফ্রিদির মেয়ে আকসার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে শাহিনের। তবে তাই বলে সমালোচনা থেকে তাকে রেহাই দিলেন না শহিদ আফ্রিদি। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে। তবে তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা হজম করবে।’

আফ্রিদির মতে শাহিন আরেকটু বুদ্ধিদীপ্ত বোলিং করলেই কাজ হয়ে যেত পাকিস্তানের। ১২ বছর পর আবার চলে যেত ফাইনালের মঞ্চে। কিন্তু শাহিন মাথাই খাটাননি বলে অভিযোগ করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

এর আগ পর্যন্ত বিশ্বকাপে দারুণ পারফর্মই করেছেন শাহিন। তার প্রশংসাও ঠিকই ঝরে পড়েছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি আশাবাদও জানালেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহিন হয়ে উঠবেন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ মহীরুহ। আফ্রিদির ভাষ্য, ‘পুরো টুর্নামেন্টে শাহিন দারুণ বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমিরকে এমন বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভাল বোলার হয়ে উঠবে।’



 

Show all comments
  • S Afjal ১৩ নভেম্বর, ২০২১, ৫:৫৭ পিএম says : 0
    মোহাম্মদ আমির দলে থাকলে খেলাটা অন্যরকম হতো
    Total Reply(0) Reply
  • JD Khan ১৩ নভেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম says : 0
    পরপর তিনটা চক্কা চাইলেই পারেনা। শাহিন আফ্রিদির উচিত ছিল বল করার সময় আরেকটু কৌশলি হওয়া।
    Total Reply(0) Reply
  • Ripon Ahmed ১৩ নভেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম says : 0
    Hasan Ali drop catch korse bowling aktu buddi Kore korle results different hoto .
    Total Reply(0) Reply
  • Muhaiminur Rahman Muhi ১৩ নভেম্বর, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
    বিয়ের ভাংগানি দেয়ার উছিলা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ