Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিত-কোহলিকে ছাড়া ভারত দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৫:২৪ পিএম
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে ভারত। আগামী ২৫ নভেম্বর কানপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুইদল। কোহলি ও রোহিত ছাড়াও খেলবেন না ঋসভ পন্ত, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামী। তবে কোহলি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন। প্রথম ম্যাচটিতে তার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। 
 
এখন যেহেতু রোহিত থাকবেন না ফলে সিরিজটিতে ভারতের হয়ে ওপেন করবেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। অপরদিকে কোহলির জায়গায় শুভমান গিল বা শ্রেয়াস আয়ার খেলবেন। আয়ার আগেও টেস্ট দলে থাকলেও এখনো তার অভিষেক হয়নি। এ দলে সবচেয়ে বড় চমক হলো হনুমা বিহারির না থাকার বিষয়টি। তাকে কেন রাখা হয়নি এ কারণটি জানায়নি বিসিসিআই।  তবে জানা গেছে তাকে ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। 
 
ভারতের স্কোয়াড : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব। , ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ