প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ হাজির হলো তাদের নতুন গান নিয়ে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মুক্তি পেয়েছে তাদের গান ‘আমি বদলে যাবো’। গানটি প্রকাশ পেয়েছে ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সাড়া ফেলেছে গানটি। শ্রোতামহল থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘বদলে কোথায় যেতে চাই ? নিজের কাছে ? সেটা সবাইকে বাদ দিয়ে ? নাকি সবাইকে সাথে নিয়ে ? কেন আমাদের নিজেদের মাঝে এত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ? এই গানের মধ্য দিয়ে আমরা এই প্রশ্ন গুলোর উত্তর দেবার চেষ্টা করেছি। আশা করি আমরা সবাই বদলে যাবো নতুন দিনের আলোয়।’
অ্যাশেজের ড্রামার তৌফিক আহমেদ বিজয় বলেছেন, ‘আমাদের নতুন গানগুলো নিয়ে বরাবরই আমাদের শ্রোতাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা কাজ করে, এই গানের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এবং গানটি রিলিজ হওয়ার এতো কম সময় এর মধ্যে এতো বিপুল সারা পেয়ে আমরা অভিভূত এবং সকলকে অনেক ধন্যবাদ।’
গান এর রিলিজ ডেট কিছুটা বিলম্ব হওয়ার প্রসঙ্গে লিড গিটারিস্ট রাফসান বলেন, ‘আমাদের গান এর রেকর্ডিং অনেক আগে শেষ হলেও, আমাদের ষ্টুডিও রেনোভেশন এর কাজ শুরু হওয়াতে গান এর ফাইনাল মিক্সিং এর কাজ কিছু তা দেরি হয়, কিন্তু আমাদের জন্য এটি আশীর্বাদ হয়েই আসে, কারণ পরে আমরা আরো কিছু সুন্দর কাজ যোগ করতে পেরেছি ।’
‘আমি বদলে যাবো’ শিরোনামের গানটির মিক্স – মাস্টারিং করেছেন অ্যাশেজের লিড গিটারিস্ট সুলতান রাফসান খান। কথা ও সুর করেছেন অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান। গানটি স্পন্সর করেছে অ্যাশেজের অফিসিয়াল মার্চেন্ডাইজার ক্লোথিং ব্র্যান্ড ইউ, গানটির সোশ্যাল স্টোরি টেলিং পার্টনার ক্রেয়নম্যাগ, পি আর পার্টনার ব্যাকপেইজ পি আর এবং ইভেন্ট পার্টনার মিউজিংস কমিউনিকেশন ।
উল্লেখ্য, বর্তমান তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। ইউটিউবে তাদের প্রায় সব গানই ছুঁয়ে গেছে কোটি শ্রোতার প্রাণ। গণমাধ্যমে প্রচারবিমুখ ব্যান্ডটি গত ১ যুগ ধরে দেশের প্রায় অধিকাংশ জেলায় স্কুল –কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসে তারা কনসার্ট করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।