'আমাদের এই বন্ধুত্ব কখনো ভাঙবে না'। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হারের পর ড্রেসিং রুমে গিয়ে প্রথমে এ কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচটিতে হাসান আলী ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়েন। এরপরই ম্যাচটি পাকিস্তানের হাত থেকে ফসকে যায়। এরপর হাসান আলীর সমালোচনা করেন। দলের মধ্যেও হয়তো বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ ছিল। থাকারই কথা। আর তাই বাবর ড্রেসিং রুমে গিয়ে বলেছেন কাউকে আলাদাভাবে অভিযুক্ত করা যাবে না। কারো দিকে আঙ্গুলও তোলা যাবে না। পিসিবি তাদের টুইটার অ্যাকাউন্টে বাবর আজমের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই এসব কথা বলতে শোনা যায় পাক অধিনায়কককে।
'সবাই কষ্ট পাচ্ছে। কোথায় আমাদের ভুল হয়েছে, কোথায় ভালো করার দরকার ছিল সেটি আমরা সবাই এ কষ্টের মাধ্যমে বুঝতে পারছি। আমাদের কেউ এটি বলবে না। আমরা জানি এটি। কিন্তু আমাদের এটি থেকে শিক্ষা নিতে হবে। আমরা একটি দল, আর এ দলকে কখনো ভাঙতে দেয়া যাবে না।' সতীর্থদের উদ্দেশে বলেন বাবর।
তিনি আরো বলেন, 'কেউ কারো দিকে অভিযোগের আঙ্গুল তুলবে না, এ এটি করেছে, ও সেটি করেছে। আমরা এটি থেকে শিখব, ভবিষ্যতে যেন এমন ভুল না হয়। আমি তোমাদের বলছি শুধুমাত্র একটি পরাজয়ের কারণে আমাদের এই মিল ভাঙতে দেয়া যাবে না। এখন আমাদের একে অপরকে সাহায্য করার সময়।'