Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক ভেঙে মিনি খাল, জনভোগান্তি চরমে

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা

জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের দীঘলকান্দি থেকে জিল বাংলা সুগার মিলে যাতায়াতের রাস্তাটি বন্যায় ভেঙে যায়। এতে করে ওই এলাকাবাসী সহ দুই উপজেলার জন সাধারণের পথ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কটি জিল বাংলা সুগার মিল ও মলমগঞ্জ বাজারে যাতায়াত করার একমাত্র সড়ক। গেল বন্যায় ভেঙে যাওয়ায় সুগার মিলে চিনি পরিবহনকারী গাড়িসহ যানবাহন ও জনসাধারণকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। স্থানীয়রা জানান, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হলেও সব সময় জিল বাংলা সুগার মিল কর্তৃপক্ষ মেরামত ও সংস্কার করে থাকে। জিল বাংলা সুগার মিলের প্রকৌশলী গোলাম রব্বানী জানান, প্রায় ছয় মাস আগেও সড়কটি সাত লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে। বর্তমানে জিল বাংলা সুগার মিল কর্তৃপক্ষের এ রাস্তাটি মেরামতের জন্য বাজেট না থাকায় আপাতত মেরামত করা সম্ভব হচ্ছে না। ফলে সড়কটি সংস্কার করার জন্য জনসাধারণ স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক ভেঙে মিনি খাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ