বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাড়তি ভাড়ার চেয়েও বেশি টাকা নেয়ার অভিযোগে ৩৩৬টি বাসকে বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিআরটিএর ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগে ৩৩৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন।
এছাড়া ২৮৭টি ডিজেল এবং ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে এবং তিন লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এসময় বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।