Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পাওয়ার প্লেতে পাকিস্তানের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১০:২৯ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ১৬৭ রান করেছে পাকিস্তান। ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদির প্রথম ওভারের তৃতীয় কোন রান না করে ফিরে গেছেন অ্যারন ফিঞ্চ। চতুর্থ বলে মিচেল মার্শও প্রায় আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু এরপর ক্রিজে নামা মিচেল মার্শকে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপ করেন ডেভিড ওয়ার্নার। তারা দুজন মিলে পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম ছয় ওভারে ৫২ রান এনে দেন দলকে। পাকিস্তান পাওয়ার প্লেতে ৪৭ রান করেছিল। ফলে রান তোলার দিক দিয়ে বাবরদের চেয়ে কিঞ্চিত এগিয়ে আছে অজিরা
 
এদিকে এর আগে ম্যাচটিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন ফখর জামান। এর মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। 
 
পাকিস্তানের এ রান এবারের বিশ্বকাপে দুবাই স্টেডিয়ামে  সর্বোচ্চ রানের ইনিংস। এখন ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে আবার নতুন করে সর্বোচ্চ রান করতে হবে। 
 
ম্যাচের পুরোটা সময় পাকিস্তজনের ব্যাটসম্যানরাই প্রভাব দেখিয়েছেন। দুই ওপেনার রিজওয়ান ও বাবর ৭১ রানের পার্টনারশিপ এনে দেন। এ সময় ৩৯ রান করে জাম্পার বলে ফেরেন বাবর। এরপর রিজওয়ান ও ফখর মিলে রানের চাকা সচল রাখেন।   দলীয় ১৪৩ রানের সময় ফেরেন রিজওয়ান। এরপর আসিফ আলী ০ ও ১ রানে ফিরলেও ফখর এর প্রভাব পরতে দেননি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ