আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ১৭৬ রান করেছে পাকিস্তান। ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭৭। ম্যাচটিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন ফখর জামান। এর মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
পাকিস্তানের এ রান এবারের বিশ্বকাপে দুবাই স্টেডিয়ামে সর্বোচ্চ রানের ইনিংস। এখন ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে আবার নতুন করে সর্বোচ্চ রান করতে হবে।
ম্যাচের পুরোটা সময় পাকিস্তজনের ব্যাটসম্যানরাই প্রভাব দেখিয়েছেন। দুই ওপেনার রিজওয়ান ও বাবর ৭১ রানের পার্টনারশিপ এনে দেন। এ সময় ৩৯ রান করে জাম্পার বলে ফেরেন বাবর। এরপর রিজওয়ান ও ফখর মিলে রানের চাকা সচল রাখেন। দলীয় ১৪৩ রানের সময় ফেরেন রিজওয়ান। এরপর আসিফ আলী ০ ও ১ রানে ফিরলেও ফখর এর প্রভাব পরতে দেননি।