Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম দশ ওভার শেষে ভালো অবস্থানে পাকিস্তান, সঙ্গে দ্রুত গতিতে আড়াই হাজার রান করার রেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৮:৫০ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে  টসে হেরে প্রথমে ব্যাট করছে পাকিস্তান। আর ম্যাচটির প্রথম দশ ওভারে  ১ উইকেট  হারিয়ে ৭১  রান করেছে পাকিস্তান। এর মাধ্যমে বেশ ভালো অবস্থানেই আছে ম্যান ইন গ্রিনরা। তবে দশতম ওভারের শেষ বলে ৩৯ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন বাবর। 
 
এই দশ ওভারের মধ্যে আবার নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৫০০ রান পূরণ করেছেন বাবর। তিনি ৩২ রান করার পরই ২০ ওভারের ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ হয় তার। এরমাধ্যমে দ্রূত গতিতে এ মাইলস্টোনে পৌছেছেন তিনি।  টি-টোয়েন্টিে ইতিহাসে দ্রুত গতিতে ২৫০০ রান করার রেকর্ডটি আগে ছিল বিরাট কোহলির। তিনি ৬৮টি ইনিংসে ব্যাট করে আড়াই হাজার রান পূর্ণ করেন। অপরদিকে বাবর এই মাইলস্টোন ছুঁয়েছেন ৬২টি ইনিংসে ব্যাট করে। তৃতীয় সর্বোচ্চ ৭৮ ইনিংসে ২৫০০ রান করেছিলেন অ্যারন ফিঞ্চ। 
 
এদিকে এর আগে পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৪৭ রান করে পাকিস্তান। দলের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উইকেট ধরে রেখে খেলতে থাকেন। বাবর পাওয়ার প্লে শেষে ২৪ ও রিজওয়ান ২১ রানে অপরাজিত ছিলেন। 
 
এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে যা তাদের সর্বোচ্চ রান। এর আগে ভারতের বিপক্ষে  সর্বোচ্চ ৪৩ রান করে ম্যান ইন গ্রিনরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ