প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশির দশকে দর্শকপ্রিয় অভিনেত্রী-গায়িকা শম্পা রেজা এখনও সমান তালে কাজ করে যাচ্ছেন। আজও অভিনয়, সঙ্গীত, উপস্থাপনা দিয়ে দর্শকদের বিনোদিত করছেন। লেখালেখিতেও রয়েছে তার দক্ষতা। প্রথিতযশা এই শিল্পীর সঙ্গে তার বর্তমানের কাজ নিয়ে কথা হয়। তিনি অভিনয় করেছেন আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি সিনেমা বিফোর আই ডাই সিনেমায়। এ প্রসঙ্গে তিনি বলেন, অসাধারণ একটি সিনেমা। অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে রূপদান করেছি কিন্তু এই প্রথম একজন ‘নান’-এর চরিত্রে অভিনয় করেছি। ঢাকার ভেতর যে এত সুন্দর চার্চ রয়েছে আমার জানা ছিল না। খুবই সুন্দর লোকেশনে অভিনয় করেছি। এছাড়া আরিফ খানের ‘ফুলটা ভুলটা’ নামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছি। এনটিভির জন্য নির্মিতব্য ‘মা-বাবা-ভাইবোন’ নামে একটি নাটকে অভিনয় করব। বৈশাখী টিভিতে বর্তমানে প্রচারিত হচ্ছে জমিদার বাড়ি। আর আমার প্রাণের জায়গা সঙ্গীত। প্রতি বৃহ¯পতিবার মাই টিভিতে গান বিষয়ক অনুষ্ঠান ‘আমার গান’ উপস্থপনা করছি। গান প্রসঙ্গে শম্পা রেজা বলেন, আমার ভোর শুরু হয় গাছের পরিচর্যার মাধ্যমে। তারপর সঙ্গীত চর্চা করি। এটা আমার নিত্যকার কাজ। আমার প্রত্যহিক জীবনের অংশ হচ্ছে সঙ্গীত। সিলেটে আমার সঙ্গীতবিষয়ক একাডেমি আনন্দ নিকেতন ও ঢাকায় রোদেলা চত্বর নিয়ে ব্যস্ত সময় পার করি। এর বাইরে আমি বেশকিছু চ্যারিটি সংগঠনের সঙ্গে জড়িত। তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। এই সংগঠনগুলো প্রান্তিক নারী উদ্যোক্তা, সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করে। এছাড়া আমি মাঝেমধ্যে সামাজিক সংগঠনগুলোর সভা-সেমিনারে অংশগ্রহণ করি। এই সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন প্রোগ্রামে যেসব দর্শক-শ্রোতা অংশ নেন। আমি তাদের থেকে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।