Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলিকে টপকে গেলেন বাবর, অপেক্ষায় আছেন তামিমকে টপকাবেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৮:১৮ পিএম | আপডেট : ৮:২১ পিএম, ১১ নভেম্বর, ২০২১

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১৬ আসরে সর্বোচ্চ রান করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি সেবার ২৯৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৩ রান করেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের রানের খাতায় ১০ রান যোগ করতেই গত বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করা কোহলিকে টপকে যান বাবর। এবার তিনি অপেক্ষায় আছেন তামিমকে টপকানোর জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় তিন ওভার শেষে  বাবর ১৫ রান করে অপরাজিত ছিলেন। ফলে তার রান ছিল ২৭৯। আর মাত্র ১৬ রান করলে তামিমকে টপকে যাবেন তিনি। বিশ্বকাপের এক আসরে ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ ৩১৯ রান করেন বিরাট কোহলি। বাবর যদি ব্যাটিংয়ে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে কোহলির এ রেকর্ডটি আজই ভেঙে দিতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ