টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে ফাইনালে গেছে নিউজিল্যান্ড। তবে ম্যাচটি প্রায় হেরেই গিয়েছিল কিউইরা। কিন্তু শেষ দিকে জিমি নিশামের ব্যাটিং তান্ডবে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্ব আসরের ফাইনালে জায়গা করে নিতে সমর্থ হয় কেন উইলিয়ামসনের দল। ম্যাচটিতে যখন নিউজিল্যান্ড জয়ের বন্দরে পৌছে যায় তখন পুরো দল উল্লাসে মেতে উঠে, শুধু একজন বাদে। আর তিনি হলেন জয়ের নায়ক জিমি নিশাম। সবাই যখন ফাইনালে যাওয়ার আনন্দে মাতোয়ারা তখন নিশাম একটি চেয়ারে চুপ করে বসে ছিলেন। এমনকি তার মুখে কোন হাসিও ছিল না।
নিশামের এমন গোমড়া মুখের একটি ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো নিশামের বসে থাকার একটি ছবি টুইট করেছে। এরপরই তা ছড়িয়ে পরে। অনেকেই বলতে থাকে নিশামের কি হল? এমন জয়ের পর ও ফাইনালে যাওয়ার পর তিনি এমন চুপচাপ কেন?
এর উত্তর দিয়েছেন নিশাম নিজেই। ক্রিকইনফোর করা টুইটটি রি টুইট করে তিনি লেখেন, 'এখনো কাজ শেষ হয়নি'।
তিনি মূলত বোঝাতে চেয়েছেন বিশ্বকাপের ফাইনালে গেলেও এখনো তো শিরোপা জেতা হয়নি। আর তার ইচ্ছা হলো শিরোপা জয় করে তবেই তিনি উদযাপনে মাতবেন।
২০১৯ সালের বিশ্বকাপের কথা এখনো নিশামের মাথায় আছে। সেবার শিরোপার কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি। তাই এবার আর শিরোপা না জেতা পর্যন্ত কোন প্রকার আনন্দ করছেন না তিনি।