Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই বাবরকে চান রমিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। আজ রাতে দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কের ভিন্ন কিছু করার দরকার নেই বললেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। সুপার টুয়েলভে পাকিস্তান তাদের পাঁচ ম্যাচ জিতেছে সহজেই। সেমিফাইনালে তারা ফেভারিট, কিন্তু প্রতিপক্ষও যে খুব খারাপ খেলছে তা নয়। এই ম্যাচের আগের দিন রমিজ বললেন, ‘এখন পর্যন্ত পাকিস্তান দল সত্যি ভালো করেছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আমাদের অভিভ‚ত করেছে। আমি মনে করি না অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাবর আজমের ভিন্ন কিছু করার প্রয়োজন আছে। দলের উচিত কেবল উজ্জীবিত থাকা এবং ভয়ডরহীন খেলে যাওয়া।’ খেলোয়াড়রা ধারাবাহিক পারফরম্যান্স করতে পারে না এমন দুর্নাম আছে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে। সেটি থেকে খেলোয়াড়রা বেরিয়ে আসায় খুশি পিসিবি প্রধান, ‘শক্তিশালী টেম্পারমেন্টের ফল ভারতের বিপক্ষে জয়, তারপর ভালো পরিকল্পনার ফসল পেলাম নিউ জিল্যান্ডকে হারিয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে তাদের স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলে জিতেছি।’ বাবরের নেতৃত্ব, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও তাদের বিনয়ী আচরণ প্রশংসিত হয়েছে বল জানিয়েছেন রমিজ।
তিনি বলেন, ‘নকআউট পর্বের জন্য তোমরা যোগ্যতা লাভ করেছ। জয় কিংবা হার মানুষের হাতে নেই। কিন্তু তোমাদের উচিত হবে ভালো ক্রিকেট খেলে যাওয়া এবং নিজেদের ওপর বিশ্বাস থাকতে হবে। পুরো জাতির দোয়া তোমাদের সঙ্গে আছে।’ বাবরের নেতৃত্ব, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও তাদের বিনয়ী আচরণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ