Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানই ফেভারিট, তবে...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। তাও অপরিবর্তিত একাদশ নিয়ে। রীতিমতো যেন উড়ছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই দলটিকে ফেভারিট তালিকায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। তবে সা¤প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে সম্ভাব্য বিজয়ী দল হিসেবেই মনে করেন সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার।
অবশ্য আইসিসির ইভেন্টে বেশির ভাগ আসরেই সেমি-ফাইনালে সীমাবদ্ধ থাকতো নিউজিল্যান্ডের দৌড়। সা¤প্রতিক সময়ে বদলেছে অনেক কিছুই। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিতান্ত ভাগ্যের কাছে হেরে যায় তারা। তবে এ বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ঠিকই জিতে নিয়েছে দলটি। সে ধারায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপটাও তাদের হাতেই দেখছেন দু প্লেসি। স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দু প্লেসি বলেছেন, ‘পাকিস্তান এটা (বিশ্বকাপ) জয়ের ফেভারিট দল কিন্তু আমি আশা করি নিউজিল্যান্ড এ পথ পারি দিতে পারবে। সা¤প্রতিক বছরগুলিতে তারা (নিউজিল্যান্ড) আইসিসি ট্রফি জেতার এত কাছাকাছি এসেছে তাই আমি আশা করছি তারা এটা জিততে পারবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার পাকিস্তানের পর নজরকারা পারফরম্যান্স করেছে নিউজিল্যান্ডই। তবে পুরো আসর জুড়ে তাদের বোলিং বিভাগ ছিল দারুণ প্রশংসার যোগ্য। তাদের বিপক্ষে চড়াও হতে পারেননি কোনো ব্যাটাররাই। পাঁচ ম্যাচে কেবল স্কটিশরাই কিছুটা ভালো সংগ্রহ করতে পেরেছিল।
এবারের আসরে একমাত্র পাকিস্তানের বিপক্ষে হেরেছে নিউজিল্যান্ড। সে ম্যাচে মূলত ব্যাটাররা জ্বলে উঠতে পারেননি। মাত্র ১৩৪ রান সংগ্রহ করে তারা। সে লক্ষ্য পারি দিতে পাকিস্তানকে খেলতে হয়েছে প্রায় ১৯ ওভার। এছাড়া তাদের বিপক্ষে আফগানিস্তান ৮ উইকেটে ১২৪, নামিবিয়া ৭ উইকেটে ১১১, স্কটল্যান্ড ৫ উইকেটে ১৫৬ ও ভারত ৭ উইকেটে ১১০ রান তুলতে পারে। কিউই বোলারদের উচ্ছ¡সিত প্রশংসাই করেন দু প্লেসি, ‘পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় অবশ্যই বড় একটি প্রাপ্তি। তাদের দলের এ প্রচেষ্টার জন্য গর্বিত বোধ করা উচিত। বোলিং ইউনিটটি ছিল ব্যতিক্রমী এবং এটা বললে ভুল হবে না যে এটি টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণভাগ ছিল।’
আসর শুরুর আগে অবশ্য বিশ্বকাপ জয়ের ম‚ল ফেভারিট তালিকায় ভারতকে এগিয়ে রেখেছিলেন দু প্লেসি। এখনও মনে করছেন শুরুর দিকের বাজে পারফরম্যান্স না হলে ভারতই চ্যাম্পিয়ন হতে পারতো। পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কাই সামলে উঠতে পারেনি বলে মনে করেন তিনি।

পাকিস্তান
তারিখ প্রতিপক্ষ ব্যবধান
২৪ অক্টোবর ভারত ১০ উইকেটে জয়ী
২৬ অক্টোবর নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
২৯ অক্টোবর আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
২ নভেম্বর নামিবিয়া ৪৫ রানে জয়ী
৭ নভেম্বর স্কটল্যান্ড ৭২ রানে জয়ী

অস্ট্রেলিয়া
তারিখ প্রতিপক্ষ ব্যবধান
২৩ অক্টোবর দ.আফ্রিকা ৫ উইকেটে জয়ী
২৮ অক্টোবর শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
৩০ অক্টোবর ইংল্যান্ড ৮ উইকেটে হার
৪ নভেম্বর বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
৬ নভেম্বর উইন্ডিজ ৮ উইকেটে জয়ী

 



 

Show all comments
  • Arpita demand zone ১১ নভেম্বর, ২০২১, ১:৪৬ এএম says : 1
    অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ফাইনাল খেলবে এবং ইংল্যান্ড কাপ নিবে।
    Total Reply(0) Reply
  • অর্থহীন শুন্য ১১ নভেম্বর, ২০২১, ১:৪৬ এএম says : 0
    পাকিস্তান সব সময় ফেবারিট!
    Total Reply(0) Reply
  • Likhon Sawar ১১ নভেম্বর, ২০২১, ১:৫১ এএম says : 0
    কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ,আবার বাংলাদেশের ফেভারিটেরর কথা আসে কই থেকে,বিশ্বের ১ নামভার দল বর্তমানে পাকিস্তান,বিশ্বের সর্বশেষ দল,
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আলমগীর ১১ নভেম্বর, ২০২১, ১:৫২ এএম says : 0
    আরম্ভ হয়ে গেছে আকাশে তুলা, এখনো আন্তর্জাতিক ম্যাচে অভিষেকই হয়নি। প্রত্যাশার চাপ তৈরীর কাজে উনারা এক্সপার্ট।
    Total Reply(0) Reply
  • Emon Chowdhury ১১ নভেম্বর, ২০২১, ১:৫২ এএম says : 0
    পাকিস্তানের জন্য বাংলাদেশ নিজের দেশের মতোই,
    Total Reply(1) Reply
    • aakash ১১ নভেম্বর, ২০২১, ১০:২২ এএম says : 0
      tai naki ? ta pakistan er sate jude jaccona keno ?
  • Saifur Rahman Masud ১১ নভেম্বর, ২০২১, ১:৫৩ এএম says : 0
    টি-টুয়ান্টি ক্রিকেটে পাকিস্তান সবসময় যেকোন দেশে ফেভারিট।
    Total Reply(0) Reply
  • Ashik Sharker ১১ নভেম্বর, ২০২১, ১:৫৪ এএম says : 0
    আমরা বাংলাদেশিরা বাংলাদেশ টিম খারাপ খেলুক আর ভাল খেলুক সব সময় বাংলাদেশকে সমর্থন করি আর করব।কিন্তু জেনেভা ক্যাম্প তথা বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা নিজেদের দেশ পাকিস্তানকে সমর্থন করতেই পারে। এতে খারাপ আর কি আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ