Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় বাজেটের বিজয় দিবস ফুটবল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম


বড় অংকের বাজেট নিয়ে সিজেকেএস শুরু করতে যাচ্ছে মুজিব শতবর্ষ বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট। যার প্রাইজমানি ধরা হয়েছে দশ লক্ষ টাকা! চ্যাম্পিয়ন দল দুই লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্সআপ এক লক্ষ টাকা ও ট্রফি পাবে। এছাড়া দুই সেমিফাইনালিস্ট পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা এবং অংশগ্রহণকারী দলগুলো পাবে এক লক্ষ টাকা করে। প্রিমিয়ার ফুটবলের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ৬টি দল এ টুর্ণামেন্টে খেলতে পারবে। এম.এ. আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, রানার্সআপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, মাদারবাড়ি উদয়ন সংঘ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ টুর্ণামেন্টে খেলার জন্য উন্মুক্ত রাখা হয়েছে খেলোয়াড়দের। প্রতিটি দলে ৭জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। তবে খেলতে পারবে তিনজন। এছাড়া বাংলাদেশের যে কোনো জেলার খেলোয়াড় এখানে খেলতে পারবে। টুর্ণামেন্টের বাজেট নেয়া হয়েছে পনের লক্ষ টাকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ