Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৯:১৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন। এ ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন- অটোরিকসা চালক বীর রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাবুপুর গ্রামের হাজী মো: কলিম উদ্দিন (৮৫), স্থানীয় জহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের পুত্র সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আ: কদ্দুসের পুত্র সালাম নবী (৩৫)।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিগ্ধকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল সিএনজিটি। এ সভয় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে রামপুর সড়কে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা বেগম, সালাম নবী ও সোহরাব উদ্দিন মারা যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ