আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৭ রান করেছে ইংল্যান্ড । আর হারিয়েছে দুই ওপেনার জস বাটলার ও জনি বেয়ারেস্টোকে।
এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ রান করা জস বাটলারকে ফিরিয়েছেন ইস সোদি। ম্যাচের ৮.১ ওভারের সময় এলবিডব্লিউ আউট করে তাকে সাজঘরে ফেরান সোদি। তিনি আউট হওয়ার আগে ২৯ রান করেন।
প্রথম ছয় ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতেই তিন ওভার করে ফেলেন টিম সাউদি। মূলত রান আটকানোর জন্যই সাউদিকে টানা ওভার করিয়ে ফেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও পাওয়ার প্লের শেষ ওভারে আঘাতটি এনে দেন অ্যাডাম মিলনে। তিনি তার প্রথম বলেই বেয়ারেস্টোকে ফেরান। বেয়ারেস্টোর ক্যাচটি ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
অধিনায়কের এই কৌশল ভালোই কাজে লাগে কারণ তারা ছয় ওভারে ৪০ রানই করতে সমর্থ হয়েছে। এরপর বাটলার আউট হওয়ার পর ইংলিশদের চাপ আরেকটু বাড়ে।