Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক সণ্ডা পাণ্ডা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর নাট্যনির্মাতা ও অভিনেতা সালাহ উদ্দিন লাভলু ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। বৃন্দাবন দাসের রচনায় ধারাবাহিকটির নাম ‘সণ্ডা পাণ্ডা’। লাভলু জানান, ইতোমধ্যে আটদিনের শুটিং শেষ হয়েছে পূবাইলে। লাভলু জানান দীর্ঘদিন পর অভিনেতা চঞ্চল চৌধুরী ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তিনি বলেন, চঞ্চল চৌধুরী ছাড়ায় গল্পের প্রয়োজনে নতুন পুরোনো শিল্পীদের সমন্বয়ে নাটকটি নির্মাণ করছি। বেশ ভালো হচ্ছে। আসলে সবকিছুইতো নির্ভর করে দর্শকের উপর। দর্শকের ভালোলাগলে আমরা আরো ভালো ভালো গল্পের নাটক উপহার দিতে আগ্রহী হয়ে উঠি। আশা করছি, দর্শকের মনেরমতো একটি নাটক হতে যাচ্ছে সণ্ডা পাণ্ডা। চঞ্চল চৌধুরী বলেন, ‘লাভলু ভাইয়ের পরিচালনায় সর্বশেষ হাড়কিপ্টে ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর কোন ধারাবাহিকে কাজ করা হয়ে উঠেনি। তবে মাঝে খণ্ড নাটকে অভিনয় করেছি। এটা সত্যি যে, বাজেট স্বল্পতার কারণে গুণী নির্মাতারা ধারাবাহিক নাটক নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা নাটক নির্মাণ একেবারেই কমিয়ে দিয়েছেন। তারপরও বাজেট ভালো হওয়ায় লাভলু ভাই এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন। আমি নিজেও ধারাবাহিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি চাই ওটিটি প্লাটফরমের পাশাপাশি আমাদের টিভি চ্যানেলও একইভাবে এগিয়ে চলুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক সণ্ডা পাণ্ডা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ