Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিব মোস্তফা’র কথা ও সুরে নতুন ১০ গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তরুণ সুরকার হাবিব মোস্তফা ভিন্ন আঙিকের কাজ দিয়ে শ্রেতাদের মন জয় করেছেন। সুফি-ফোক ঘরাণার কাজের পাশাপাশি রোমান্টিক গানও তৈরি করছেন। বর্তমানে হাবিব মোস্তফা ব্যস্ত সময় পার করছেন নতুন গান তৈরির কাজে। সম্প্রতি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর কণ্ঠে ১০টি গান রেকর্ড করেছেন। গানগুলো হল ঐশী’র কণ্ঠে ‘বিরহী মেঘ’, ‘পীরিত হইল জনমের কান্দন’, ‘ইসমত আরা ইভা’র কণ্ঠে ‘বুকের গভীরে’, সায়েরা রেজা’র কণ্ঠে ‘ধ্যান’, রবিন আহমেদ’র কণ্ঠে ‘দাওয়াই’, রিংকুর কণ্ঠে ‘রঙিলা নৌকা’ (কথা: শাকির দেওয়ান), আলআমিন সাদ’র কণ্ঠে ‘শেষ বিচারের দিনে’ (কথা: শামছ আরেফিন), কামরুজ্জামান রাব্বি’র কণ্ঠে ‘নয়নজলে ভাসি’ (কথা: হাবিবা বেগম), দমপুতুল (কথা: ড. তপন বাগচী), হাবিব মোস্তফা ও শান্তা তুলি’র কণ্ঠে ‘জীবন বাজি’ (কথা: হানিফ মাহমুদ)। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ, অণু মোস্তাফিজ ও এ.আর সারোয়ার। হাবিব মোস্তফা বলেন, এ বছর এখন পর্যন্ত আমার কথা-সুরে প্রকাশিত গানের সংখ্যা ৫টি। ইতিমধ্যে আরও ১০টি মৌলিক গান রেকর্ড করেছি দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে। গানগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে প্রকাশিত হবে। ১০ গানের এই প্রজেক্টের নাম দিয়েছি ‘কানের জন্য গান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাবিব মোস্তফা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ