Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে ‘সিঙ্ঘাম ৩’র প্রস্তুতি, শ্যুটিং হবে পাকিস্তানে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৬:১৪ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত নির্মাতা রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সুরিয়াবংশী’। মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন অজয় দেবগন এবং রনবীর সিং। এর মধ্যেই শোনা যাচ্ছে, অজয় দেবগন অভিনীত রোহিত শেঠির ‘সিঙ্ঘাম’ ফ্র্যাঞ্চাহজির তৃতীয় পর্বের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী ঠিক যেখানে ‘সুরিয়াবংশী’ সিনেমার গল্প শেষ হয়েছে সেখান থেকেই শুরু হচ্ছে ‘সিঙ্ঘাম ৩’ সিনেমার গল্প। ‘সিঙ্ঘামের’ ভূমিকায় আবারও অভিনয় করবেন অজয় দেবগন৷ এছাড়া রোহিত শেঠির ‘সিঙ্ঘাম ৩’ সিনেমায় থাকছেন রনবীর সিং এবং অক্ষয় কুমার। সবথেকে বেশি কৌতুহল তৈরি হচ্ছে ‘সিঙ্ঘাম ৩’ সিনেমার শ্যুটিং স্পট নিয়ে৷ কারণ এবার পাকিস্তানে হতে চলেছে ‘সিঙ্ঘাম ৩’ এর শ্যুটিং৷ ‘সিঙ্ঘাম ৩’ এর গল্পও নাকি হতে চলেছে বেশ ইন্টারেস্টিং।

শোনা যাচ্ছে, ২০২২ থেকে শুরু হবে ‘সিঙ্ঘাম ৩’ সিনেমার কাজ৷ তবে ‘সিঙ্ঘাম ৩’-তে অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় কাকে কাস্ট করা হবে তা এখনও জানা যায়নি৷ তবে একটি সূত্রে থেকে জানা গেছে ‘সিঙ্ঘাম ৩ সিনেমাটিতে অজয় দেবগন এবং জ্যাকি শ্রফের মধ্যে বিশাল আকারের লড়াই দেখতে পারবেন দর্শকরা।

উল্লেখ্য যে, অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ সিনেমায় প্রধান খলচরিত্রে দেখা গেছে জ্যাকি শ্রফকে। তার রচিত ষড়যন্ত্র প্রতিরোধ করতে লড়াইয়ে নামেন সুরিয়াবংশী। আর তাকে সাহায্য করেন রোহিত শেঠির কর্প ইউনিভার্সের অন্য দুই পুলিশ সিঙ্ঘাম এবং সিম্বা। ‘সুরিয়াবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে সিনেমাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুরিয়াবংশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ