সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন বর্তমানে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। বিশ্বকাপের আগ মূহুর্তে তাকে নিয়োগ দেয় পিসিবি। পাকিস্তান দলের সঙ্গে তার সময়টা বেশ ভালোই যাচ্ছে সাবেক এই হার্ডহিটারের । তার নতুন শিষ্যরা সবাই নিয়মিত পারফরমেন্স করছে এবং ভালো ফলাফল করছে।
বিশ্বকাপের আগে প্রায় হঠাৎ করেই বাবর আজমদের দায়িত্ব পান ম্যাথু হেইডেন। কিন্তু পাক দলের সঙ্গে ইতোমধ্যেই বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তার। বিশেষ করে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে।
এবার রিজওয়ান ও নিজের সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন কোচ ম্যাথু হেইডেন। তিনি জানিয়েছেন ইসলামের প্রতি তার আগ্রহ আছে। আর তার এই আগ্রহ দেখে মোহাম্মদ রিজওয়ান তাকে একটি ইংরেজী ভাষায় অনূদিত পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন। যা তিনি নিয়মিত এখন পড়েন।
'রিজওয়ান ও আমাকে বলতে হবে, এটি একটি অসাধারণ মূহুর্ত ছিল, যেটি আমি কখনো ভুলব না। ইসলাম সম্পর্কে আমার আগ্রহ আছে, যদিও আমি খ্রিষ্টান। একজন (আমি) অনুসরণ করে যীশুকে আরেকজন (রিজওয়ান) মোহাম্মদকে, ফলে আমাদের মধ্যে মিল হওয়ার কথা ছিল না, কিন্তু সে আমাকে একদিন একটি ইংরেজি কোরআন শরীফ দিয়েছে।'
'আমি ও রিজওয়ান একদিন প্রায় দেড় ঘন্টার মতো মাটিতে বসে এটি নিয়ে কথা বলি। আর আমি এখন নিয়মিত সেই ইংরেজী ভাষায় অনূদিত কোরআন শরীফটি পড়ি। রিজওয়ান আসলে আমার আলাদা একজন প্রিয় ব্যক্তি। সে অসাধারণ একজন মানুষ।'
তাছাড়া পুরো পাকিস্তান দলের প্রশংসা করেছেন হেইডেন। তিনি বলেছেন তাদের বেশিরভাগই বেশ ধার্মিক ও নরম স্বভাবের লোক। সূত্র : নিউজ কর্প অস্ট্রেলিয়া, ক্রিকট্রেকার।