Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে ভোট কিনতে বাধা দেওয়ায় প্রার্থীর ছেলেকে মারধর

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১০:৪৫ এএম

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (ফুটবল প্রতীকের) মেম্বার প্রার্থী অহিদ হাওলাদারের ছেলে শাহিন হাওলাদেরকে ভোট কিনতে বাধা দেওয়ায় বেধরক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ প্রার্থী তানজিল হোসেন মামুনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত শাহিন জানায়, ‘গত মঙ্গলবার রাতে দক্ষিণজয়নগর ৭নম্বর ওয়ার্ডের তাদের প্রতিপক্ষ (সিলিং ফ্যান ) মেম্বার প্রার্থী তানজিল হোসেন মামুন বিভিন্ন বাড়িতে গিয়ে টাকা দিয়ে ভোট কিনছেন। খবর পেয়ে তিনি সেখানে গেলে প্রতিপক্ষ প্রার্থী মামুন লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার আরও তিন সমর্থক আহত হয়। তারা হলেন,মোঃ তানভীর ,নুরুউদ্দিন, আরিফ। তারা দৌলতখান হাসপতালে চিকিৎসাধীন। অভিযুক্ত প্রার্থী মামুন বিষয়টি অস্বীকার করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন

৯ ফেব্রুয়ারি, ২০২২
২৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ