Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশ বছর আগে এই দিনে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৯:৫৮ এএম
দশম দল হিসেবে ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ম্যাচের সিরিজের মাধ্যমে ক্রিকেটে রাজকীয় সংস্করণে যাত্রা শুরু হয় টাইগারদের।
 
২০০০ সালের জুন মাসে বাংলাদেশকে আইসিসির পূর্ণ নয়টি দেশের সবগুলো দেশ টেস্ট স্ট্যাটাস দেয়ার পক্ষে সায় দেয়। এরপরই শুরু হয় অভিষেক ম্যাচ খেলার তোড়জোড়। তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী টাইগারদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। এরপর তিনি মাঠে নামেন একটি ম্যাচ আয়োজনের জন্য। বাংলাদেশরর বিপক্ষে টেস্ট খেলার জন্য ভারত ও ইংল্যান্ডের কাছে চিঠি দেয়া হয়। পরবর্তীতে ভারত বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য রাজী হয়। 
 
অবশেষে নাঈমুর রহমার দুর্জয়ের নেতৃত্বে ঢাকায় ঐতিহাসিক ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে আমিনুল ইসলামের সেঞ্চুরির সুবাদে ৪০০ রান করে টাইগাররা । অপরদিকে ভারত করে ৪১৯ রান। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৯২ করে। ফলে পরবর্তীতে ভারতের সামনে দাঁড় হয় মাত্র ৬৪ রানের টার্গেট। যা তারা সহজে পার করে ফেলে। ওই ম্যাচটির ফলাফল নিয়ে আসলে বাংলাদেশের তেমন চিন্তা ছিল না। সকলে আনন্দিত ছিলেন শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলতে পেরে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ