Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূর উপর নির্যাতন

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে রিতু আক্তার (১৯) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ঋতু আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লক্ষিপুর এলাকার রিপন মিয়ার মেয়ে। 

গৃহবধূর বাবা রিপন মিয়া জানান, এক বছর আগে নেত্রকোনা জেলার আটপাড়া থানার নোকশ^র এলাকার আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানার সঙ্গে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিতু আক্তার ও মাসুদ রানা উপজেলার বরপা এলাকার দুলাল মিয়ার বাড়িতে বসবাস করে আসছিলো। বিয়ের বেশ কিছুদিন পর বরপা এলাকার নূর আলম, নূর আমিন, মনি বেগম, কামাল, শিল্পী বেগমের কু-পরামর্শে মাসুদ রানা গৃহবধূ রিতু আক্তারকে তার বাবার বাড়িতে থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। এ নিয়ে রিতু আক্তারের সঙ্গে মাসুদ রানার মাধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মাসুদ রানা গৃহবধূ রিতু আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা করে গুরুতর আহত করে। রিতু আক্তারের ডাক-চিৎকারে, আশে-পাশের লোকজন এগিয়ে আসলে মাসুদ রানা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূর উপর নির্যাতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ