পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একটি গোষ্ঠী দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। দাঙ্গা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল একটি মহল। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বাংলাদেশে দাম বেড়েছে। তবে শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে সমস্যার সমাধান হয়েছে। পরিবহন শ্রমিকরা কাজে ফিরেছে। ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সবসসয় জনগণের কথা বলে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। ২০২৩ সালের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগাখান মিন্টু ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।