পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ভারতীয় পণ্যকে অগ্রাধিকার জাতীয় স্বার্থ পরিপন্থী। এর আগেও দেখেছি, সরকারের চূড়ান্ত নতজানু পররাষ্ট্রনীতির ফলে বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে প্রকাশ্য ও গোপন নানা দেশবিরোধী চুক্তি হয়েছে। দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে পণ্য খালাসে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দেয়া তারই নজির। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে বাসদের উদ্যোগে অনলাইনে ‘কর্নেল তাহের : মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্নেল তাহেরের পত্নী মিসেস লুৎফা তাহের, সাংবাদিক আবু সাঈদ খান, ডাকসুর সাবেক জিএস ডাক্তার মুশতাক হোসেন ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, কমরেড বজলুর রশীদ ফিরোজ প্রমূখ।
খালেকুজ্জামান বলেন, ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুযায়ী সাম্প্রতিক সময়ে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহন শুরু করেছে ভারত। ওই চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্যের ক্ষেত্রে যে ধরণের সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতের পণ্যের ক্ষেত্রেও একই সুবিধা দেয়া হবে। পাশাপাশি ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে।
খালেকুজ্জামান বলেন, একদিকে যেমন সীমান্ত হত্যা বন্ধ ও বিচারের বিষয়ে সরকারের বিন্দুমাত্র উদ্বেগ নেই। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চরম অবমাননাকর বিবৃতির সঙ্গে সুর মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রীও সীমান্তে হত্যার জন্য দেশের মানুষকেই দায়ী করছেন। বাংলাদেশের সঙ্গে ভারতসহ অন্যান্য সকল রাষ্ট্রের সব জনস্বার্থবিরোধী চুক্তি বাতিল ও নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে আজকের বাংলাদেশ যোজন যোজন দূরে।
শোষণমুক্তির বদলে ২২ পরিবারের শোষণের জায়গায় ৩৬ পরিবারের জন্ম হয়েছে। গণতান্ত্রিক শাসনের পরিবর্তে স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র কায়েম হয়েছে। স্বাধীন বিকাশের জাতীয়তবাদের জায়গায় সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদের কাছে নতজানু নীতি নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর দুর্নীতি, দুঃশাসন, বেকারত্বের লাগামহীন প্রসার ঘটেছে। এই করোনাকালেও চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় তা উন্মেচিত হয়েছে। কর্মসংস্থানের বদলে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।