Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে যেতে তর সইছে না খাজার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রায় দুই যুগ পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে মার্ক টেলরের অস্ট্রেলিয়ার পর আর ব্যাগি গ্রিন পরে আর কোনো ক্রিকেটারকে নিজেদের মাটিতে খেলতে দেখেনি পাকিস্তান। গতপরশু সে দুঃখ ঘোচানো খবরটি এল। ২০২২ সালের মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। দুই দেশের ক্রিকেট বোর্ডই আনুষ্ঠানিক বিবৃতিতে কাল বহুপ্রতীক্ষিত এই সফরের স‚চি চ‚ড়ান্ত করেছে।
অস্ট্রেলিয়ার এই সফর নিয়ে পাকিস্তান ক্রিকেটে এরই মধ্যে উল্লাস শুরু হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটেও একজন অধীর আগ্রহে এই সিরিজের অপেক্ষায় আছেন। পাকিস্তানি বংশোদ্ভ‚ত ক্রিকেটার উসমান খাজা তো এই সিরিজের দলে ডাক পাবেন, সে স্বপ্নও দেখতে শুরু করেছেন। নিরাপত্তার ব্যাপারে বরাবরই কঠোর অস্ট্রেলিয়ার মতো দলের পাকিস্তান সফরের ঘোষণা তাদের জন্য বড় সুসংবাদ।
পাকিস্তানে তিনটি করে টেস্ট, ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী বছর ৩ থেকে ৭ মার্চ করাচিতে হবে প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ১২ থেকে ১৬ মার্চ। আর ২১ থেকে ২৫ মার্চ লাহোরে হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। এই টেস্টগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল। প্রতিটি ম্যাচই হবে লাহোরে। একমাত্র টি-টোয়েন্টিও হবে লাহোরে, আগামী ৫ এপ্রিল।
এ খবরে উচ্ছ¡সিত উসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার আপাতত অস্ট্রেলিয়া দলের বাইরে। অ্যাশেজ দলেও থাকবেন কি না, এ নিয়ে সন্দেহ আছে। তবে আশায় আছেন, নিজের জন্মভ‚মিতে গিয়ে টেস্ট খেলার সুযোগ পাবেন, ‘এটা দুর্দান্ত খবর। আশা করি, সবকিছু ঠিকঠাক হবে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় খবর... দেশটা ক্রিকেট ভয়ংকর ভালোবাসে।’
পাকিস্তানে জন্ম নিয়েছেন বলে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠার সময় অনেক বাধাই পেরোতে হয়েছে। তাই পাকিস্তানে খেলার ব্যাপারে উসমান খাজার এ আগ্রহকে কেউ যেন অন্য খাতে নিয়ে না যায়, সেটাও নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘যদিও পাকিস্তানে জন্ম নিয়েছি, আমার জন্য এটা শুধু সুন্দর- এই খেলাকে ছড়িয়ে দেওয়ার বিষয়। বিশ্ব ক্রিকেটের জন্য ভালো খবর এটি।’

 



 

Show all comments
  • গোলাম মোস্তফা ১০ নভেম্বর, ২০২১, ৪:৫০ এএম says : 0
    একটা ভালো সিরিজ হবে বলে মনে হচ্ছে
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ১০ নভেম্বর, ২০২১, ৫:৩৭ এএম says : 0
    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখার পর এই সিরিজ দেখার আগ্রহ বেড়ে গেছে
    Total Reply(0) Reply
  • মনিরুজ্জামান ১০ নভেম্বর, ২০২১, ৫:৩৭ এএম says : 0
    মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে
    Total Reply(0) Reply
  • ইব্রাহিম রহমান ১০ নভেম্বর, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    এখন পাকিস্তানে ক্রিকেটের পরিবেশ আছে
    Total Reply(0) Reply
  • রফিক ১০ নভেম্বর, ২০২১, ৫:৩৯ এএম says : 0
    আগের মত সিরিজের আগে ভারত খেলা বন্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, সেদিকে পাকিস্তানকে নজর দিতে হবে
    Total Reply(0) Reply
  • Imran ১০ নভেম্বর, ২০২১, ৯:৪১ এএম says : 0
    ভারত এখন থেকেই ষড়যন্ত্র শুরু করবে কিভাবে এই সিরিজ বন্ধ করা যায়।
    Total Reply(0) Reply
  • কাওসার ১০ নভেম্বর, ২০২১, ১০:৩৭ এএম says : 0
    আমাদেরও দেখার জন্য তর সইছে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ