Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক-ভারত ম্যাচের ভিউ ১৭ কোটি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই প্রতীক্ষিত। কিন্তু রাজনৈতিকভাবে বৈরী সম্পর্কের জন্য আইসিসির টুর্নামেন্ট ছাড়া দুটি দলকে মুখোমুখি হতে দেখা যায় না। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান কত আকাক্সিক্ষত ছিল, বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল স¤প্রচারক প্রতিষ্ঠানের দাবি, এবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লাখ দর্শক। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত ম্যাচটাই টিভিতে সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখেছেন।
স্টার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ টিভিতে দেখেছেন ২৩ কোটি ৮০ লাখ দর্শক। ভারত-পাকিস্তান ম্যাচ ছাপিয়ে গেছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের রেকর্ড। ১৩ কোটি ৬০ লাখ দর্শক এ ম্যাচ দেখেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ১০ উইকেটের দারুণ জয়ে শুভসূচনা করে বাবর আজমের দল। পাকিস্তান সেমিফাইনালে উঠলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ