মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেখতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজের মতো হলেও তা আসল নয়, কেবলই জাহাজের আদল। শিনজিয়াং প্রদেশের মরুভূমিতে এরকমই কাঠামো বানিয়েছে চীন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিশানা হিসেবে ব্যবহারের জন্য চীন মার্কিন যুদ্ধজাহাজ আকৃতির এইসব কাঠামো বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইটে তোলা ছবিতে এগুলো দেখতে পাওয়া গেছে। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা এখন তুঙ্গে। এই সময়ে চীনের এমন পদক্ষেপ বিশেষত, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের বিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতা অর্জনের চেষ্টারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, তাকলামাকান মরুভূমিতে একটি বিমানবাহী রণতরী এবং দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মডেল বানানো হয়েছে। ছবিতে আরও দেখা গেছে, ৬ মিটার চওড়া একটি রেল স্থাপনার ওপর জাহাজ আকৃতির একটি নিশানা বসানো রয়েছে। যুক্তরাষ্ট্রের ‘নাভাল ইনস্টিটিউট’ বলছে, মরুভূমির ওই এলাকাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করে এসেছে চীন। চীনের যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেখভাল করে ‘পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স (পিএলএআরএফ)। চীনের সামরিক বাহিনী নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বসাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুলাইয়ে প্রথম দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিএলএআরএফ। ওই সময় ছয়টি ডিএফ-২১ জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্প্রাটলি দ্বীপপুঞ্জের উত্তরের সাগরে ছোড়া হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।