Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগল, টেলিগ্রামকে জরিমানা রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

রাশিয়ায় সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট সরায়নি গুগল ও টেলিগ্রাম। তাই দুই প্রতিষ্ঠানকে বিশাল জরিমানা করেছে দেশটির আদালত। গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার এবং টেলিগ্রামকে ৪০ লাখ রুবল বা ৫৬ হাজার ডলার জরিমানা করেছেন আদালত। এর আগে গুগলকে তিন কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল সরকার। সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে ফেলে। তারা নির্দেশ মানেনি। অন্য দুইটি মামলার ক্ষেত্রে গুগল সময় চেয়েছে। আদালত তাদের ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সরকারি কর্মকর্তারা এই দুই প্রতিষ্ঠানকে বারবার করে কিছু লিংক ও পোস্ট ডিলিট করতে বলেছিল। বিশেষ করে যেগুলো পর্নোগ্রাফি, আত্মহত্যা, মাদক ব্যবহার এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত পোস্ট। গত জানুয়ারিতে রাশিয়ার রেগুলেটর জানায়, গুগল, টেলিগ্রামকে বেশ কিছু পোস্ট সরিয়ে দিতে হবে। কিছু পোস্টে অপ্রাপ্তবয়স্কদের বিরোধীদের সমাবেশে যোগ দিতে বলা হয়েছিল। গত সেপ্টেম্বরে গুগল ও অ্যাপলের উপর চাপ দেয় সরকার। তাদের বলা হয়, পর্লামেন্টের নির্বাচনের আগে ট্যাকটিক্যাল ভোটিং অ্যাপ বন্ধ করে দিতে হবে। কারণ, তা নাভালনিকে সুবিধা করে দিচ্ছে। এটাও বলা হয়, নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর তা বন্ধ করে দেওয়া হয়। এতে নাভালনির সমর্থকরা হতাশ হন। ডিডাব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ