মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২ হাজার ৩৬০ কোটি অস্ট্রেলীয় ডলারের (১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার) অধিগ্রহণ চুক্তিতে সম্মত হয়েছে সিডনি বিমানবন্দর। অস্ট্রেলিয়ার অবকাঠামো খাতের বিনিয়োগকারী একটি গোষ্ঠীর কাছে বিমানবন্দরটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিডনি এয়ারপোর্ট হোল্ডিংস। খবর রয়টার্স। সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, অস্ট্রেলীয় বিনিয়োগকারী আইএফএম ইনভেস্টটরস, কিউসুপার, অস্ট্রেলিয়ানসুপার ও যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের সমন্বয়ে গঠিত সিডনি এভিয়েশন অ্যালায়েন্স (এসএএ) থেকে ক্রয়ের প্রস্তাবটি সর্বসম্মতভাবে সুপারিশ করা হয়েছে। কোভিডজনিত নিষেধাজ্ঞা শিথিলের পর আন্তর্জাতিক ভ্রমণ শুরুর মধ্যেই অস্ট্রেলিয়ার বৃহত্তম ও একমাত্র তালিকাভুক্ত বিমানবন্দর বিক্রির বিষয়টি সামনে এল। বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন করতে গতকাল একটি স্কিম বাস্তবায়ন দলিল তৈরি করা হয়েছিল। আগামী জানুয়ারিতে একটি স্কিম মিটিং হবে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালনা করা সংস্থাটি। এর আগে গত সেপ্টেম্বরে এসএএ শেয়ারপ্রতি ৮ দশমিক ২৫ অস্ট্রেলীয় ডলারের বিনিময়ে বিমানবন্দরটি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল। শেয়ারপ্রতি ৮ দশমিক ৭৫ অস্ট্রেলীয় ডলারের নতুন প্রস্তাবটি আগেরটার চেয়ে ৬ শতাংশ বেশি। এর পরই সংস্থাটির বোর্ড চুক্তিতে পৌঁছতে সম্মত হয়। সিডনি এয়ারপোর্ট হোল্ডিংসের চেয়ারম্যান ডেভিড গনস্কি বিশ্বাস করেন, নতুন প্রস্তাবটি বিমানবন্দরের জন্য উপযুক্ত মূল্য প্রদান করে। স্বাধীন বিশেষজ্ঞের প্রতিবেদন, বিমানবন্দরের অপারেটরের ৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের কাছ থেকে অনুমোদন এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও বিদেশী বিনিয়োগ পর্যালোচনা বোর্ডের কাছ থেকে সবুজসংকেত পেলেই চুক্তিটি চূড়ান্ত হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সবমিলিয়ে কয়েক মাস সময় লাগতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আইএফএম ইনভেস্টরসের প্রধান নির্বাহী ডেভিড নিল এক বিবৃতিতে বলেন, আমরা প্রস্তাবিত চুক্তিতে সংশ্লিষ্টদের অনুমোদনের অপেক্ষায় আছি। আমরা কোভিডজনিত বিপর্যয় কাটিয়ে বিমানবন্দরে আরো ফ্লাইট ও যাত্রী ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করতে চাই। আইএফএমের বিনিয়োগকারীদের ব্রিসবেন ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার অনেক বিমানবন্দরের বড় অংশের মালিকানা রয়েছে। এ বিষয়ে ভ্যানএকের বিনিয়োগ বিভাগের উপপ্রধান জেমি হান্না বলেন, আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য এটি ভালো চুক্তি। বিষয়টি নিয়ে শেয়ারহোল্ডাররা আগামী বছর ভোট দেবেন বলেই মনে হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।