মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রশিক্ষণকালে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের (সিসিসি) এক প্রশিক্ষণার্থী মুসলিম যুবতীকে জোরপূর্বক শর্টস পরতে বাধ্য করা হয়েছে। ওই যুবতী ট্রাকস্যুট পরতে চাইলেও তাকে অনুমোদন দেয়া হয়নি। এমন আচরণ তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ওই যুবতী তার শরীরের নিচের অংশ ঢেকে রাখতে একটি ট্রাকস্যুট পরতে চেয়েছিলেন। কিন্তু একজন কোচ তাকে সেই অনুমতি দেননি। তিনি ক্লাবে উপস্থিত অন্য একজন মুসলিম যুবতীকে দেখিয়ে বলেন, তার তো এ পোশাক পরতে কোনো অসুবিধা নেই! ওই কাউন্টিতে পবিত্র রমজান নিয়ে মস্করা করার এক ঘটনায় বর্ণবাদের অভিযোগে তদন্ত করতে গিয়ে ইয়র্কশায়ারে এই তথ্য উদঘাটিত হয়েছেন। বলা হয়েছে, পবিত্র রমজান নিয়ে কৌতুক এবং বাঁকা মন্তব্য করতে শুনেছেন বেশ কিছু প্রত্যক্ষদর্শী। ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্টস সিলিক্ট কমিটিতে নিজের বর্ণবাদ বিষয়ক অভিযোগ দিয়েছেন সাবেক অফ স্পিনার আজিম রফিক। তার মাত্র এক সপ্তাহ পরেই এই তথ্য সামনে এলো। জবাবে ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের এক মুখপাত্র বলেছেন, যদি কেউ বর্ণবাদী, বৈষম্য ও নির্যাতনের শিকারে পরিণত হয়ে থাকেন তাহলে তাদের উচিত সামনে এগিয়ে এসে সেই অভিজ্ঞতা শেয়ার করা। ক্লাবের নতুন চেয়ার লর্ড প্যাটেল এমন কিছু অন্যায়ের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নিয়েছেন। তিনি ক্লাবকে সবার উপযোগী করতে চান। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।