Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিয়ে করছেন প্যারিস হিল্টন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

কয়েক দশকের জানাশোনা। কিন্তু প্রেমের শুরু ২০১৯ সালে। এরপরই বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন ধনকুবের কন্যা, গ্লামারাস প্যারিস হিল্টন। তার প্রেমিক ব্যবসায়ী কার্টার রিয়াম। দু’জনের বয়সই ৪০ বছর। ১১ই নভেম্বর তাদের বিয়ে। এ জন্য বিলাসবহুল এক আয়োজন করা হয়েছে। প্যারিস হিল্টনের পিতামহ ব্যারোন হিল্টনের বেল এয়ার এস্টেটে এই আয়োজন সম্পন্ন হচ্ছে। কার্টারের প্রথম অক্ষর ‘সি’ এবং প্যারিস নামের প্রথম অক্ষর ‘পি’ দিয়ে ‘সি+পি’ আকৃতিতে ফুলেল সজ্জা সাজানো হচ্ছে। বেল এয়ার এস্টেটের ওপর থেকে নেয়া ছবিতে দেখা যায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশাল সুইমিংপুলের পাশেই তৈরি করা হয়েছে বৃহৎ আকারের কাঠের ড্যান্স ফ্লোর। তিনদিন ধরে চলবে বিভিন্ন আনুষ্ঠানিকতা। এই এস্টেটটির বিস্তার ১৫ হাজার বর্গফুট। ৬০ বছর ধরে এর মালিকানা ছিল হিল্টন পরিবারের কাছে। কিন্তু মে মাসে গুগলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক শমিডটের কাছে তা বিক্রি করে দেন ব্যারোন হিল্টন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ