Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়া পরিবর্তন বোঝাতে হাঁটু পানিতে মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

আবহাওয়া পরিবর্তন বোঝাতে স্যুট-টাই পরে রীতিমতো হাঁটুপানিতে নেমেছেন টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। আবহাওয়া পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তার দেশের ঝুঁকি বোঝাতেই মূলত তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছেন। সাইমন কোফে গ্লাসগোতে চলমান আবহাওয়া সম্মেলনে অংশ নিতে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানেই তাকে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। সাইমনের ভিডিওবার্তাটি আবহাওয়া সম্মেলনে প্রচার করা হবে মঙ্গলবার। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সমুদ্রে বক্তব্য দেওয়ার কিছু ছবি। ছবিগুলোতে দেখা গেছে, সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছেন সাইমন কোফে। ডায়াসের সামনে স্যুট-টাই পরে হাঁটুপানিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। পানির কারণে হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে রেখেছেন প্যান্ট। সাইমনের ঠিক পেছনেই জাতিসংঘ ও টুভালুর পতাকা। আবহাওয়া সম্মেলনে দেওয়া সেই ভিডিও বার্তার ব্যাপারে সাইমন কোফে বলেন, ‘আবহাওয়া পরিবর্তনজনিত প্রভাবের কারণে টুভালু বাস্তবে যে পরিস্থিতির মধ্যে আছে, তা কপ-২৬ সম্মেলনস্থলে উপস্থাপনের লক্ষ্যে ভিডিও বার্তাটি এভাবে দেওয়া হয়েছে। দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, সরকারি সম্প্রচারমাধ্যম টিভিবিসি ফুনাফুতির প্রধান দ্বীপ ফোনগাফালের শেষ প্রান্তে ভিডিওটি ধারণ করেছে। পরিবেশবিদেরা যখন আবহাওয়া পরিবর্তনজনিত প্রভাব কমিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের চাপ দিয়ে যাচ্ছেন, তখনই এই ভিডিও বার্তা দিলেন কোফে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ