মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ নাইজারের মারাদি শহরের একটি স্কুলে আগুন লেগে অন্তত ২৬ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরো ১৩ শিশু। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সোমবার খড় ও কাঠের তৈরি ওই স্কুলে আগুন লাগে। এর ঠিক সাত মাস আগে দেশটির রাজধানী নিয়ামেও আগুন লেগে ২০ শিশুর মৃত্যু হয়েছিল। এদিকে মারাদি শহর কর্তৃপক্ষ হতাহতের এ ঘটনায় সেখানে তিন দিনের শোক ঘোষণা করেছে। মাদাবি শহরের মেয়র চাইবো আবুবক্কর জানান, ছন-কাঠের তৈরি শ্রেণিকক্ষে সোমবার হঠাৎ আগুন লাগে। ‘এখন পর্যন্ত আমরা ২৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আহত ১৩ শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।’ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি হলো নাইজার। দেশটিতে পর্যাপ্ত স্কুল না থাকায় সংকট নিরসনে দেশটিতে খড় ও কাঠ দিয়ে হাজারো স্কুল তৈরি করা হয়েছে। এসব স্কুলগুলোর শ্রেণিকক্ষের মাটিতে বসেও শিশুদের ক্লাস করতে হয়। এসব স্কুলগুলোতে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মারা যাওয়া বা আহত হওয়ার ঘটনা তেমন একটা ঘটেনা। এদিকে এক বিবৃতিতে নাইজার সরকার খড় ও কাঠদিয়ে তৈরি সব স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।