Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরের কাকড়াজান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর মিছিলে জনতার ঢল

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৮:১৬ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোঃ দুলাল হোসেন(আনারস) আখেরী মিছিলে জনতার ঢল নেমেছে। আজ (৯ নভেম্বর) মঙ্গলবার বিকেলে কাকড়াজান ইউনিয়নের ইন্দার জানী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আখেরী মিছিল শেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মজিবর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বতন্ত্রপ্রার্থী দুলাল হোসেন,তার একমাত্র ছেলে জাহিদ হোসেন,জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা কাজী আশরাফ সিদ্দিকী, মোজাম্মেল হক, ফরমান মাস্টার, হেলাল উদ্দিন, মাসুম প্রমুখ।

অপর দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ (নৌকা) এর মোটর শোভাযাত্রা বের হয়। মোটর শোভাযাত্রাটি কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে গড়বাড়ি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আঃ খালেক মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ,উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার,সখিপুর পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, সুলতান শরীফ পান্না প্রমুখ।

একইভাবে উপজেলার যাদবপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার(নৌকা) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস), বহুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম (নৌকা) স্বতন্ত্র প্রার্থী নূরে আলম মুক্তা (মোটর সাইকেল), বহেড়াতৈল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ হোসেন (নৌকা) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস (আনারস) আখেরী মিছিল ও সমাবেশ করেছে। উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বিতীয় ধাপে সখিপুর উপজেলার যাদবপুর,বহুরিয়া,বহেড়াতৈল,কাকড়াজান ৪টি ইউনিয়নে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ