Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় কাশ্মীরের শ্রীনগর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৫:৩৪ পিএম

ভূস্বর্গের মুকুটে যুক্ত হলো নতুন পালক। অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেয়া হয়েছে।

মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ দিতেই এই খেতাবের পরিকল্পনা নিয়েছে ইউনেস্কো। যে আর্বান মডেলে একটি শহরের শিল্প, সংস্কৃতি, মেধা ও মননের চর্চা ও সেই মতো শহর উন্নয়নের পরিকল্পনা গুরুত্ব পাবে।’

শ্রীনগর সৃজনশীল শহরের খেতাব পাওয়ার পর জম্মু-কাশ্মীরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমি খুবই আনন্দিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য। শ্রীনগরকে ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় স্থান পেতে দেখে গর্ববোধ হচ্ছে। এই শহরের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির জন্যই এটা সম্ভব হয়েছে। অভিনন্দন জানাই জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষকে।’

শ্রীনগরের নতুন খেতাবের কথা টুইট করে প্রথম জানান শহরের মেয়র জুনেইদ আজিম মাত্তু। তিনি টুইট করেন, ‘শ্রীনগরের জন্য বিরাট খবর। ইউনেস্কোর সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ভারতের একমাত্র শহর হিসেবে এই খেতাব জিতে নিয়েছে আমাদের শহর।’ উল্লেখ্য, ভারতের তরফে ইউনেস্কোর সেরা সৃজনশীল শহরের খেতাবের জন্য দুটি শহর, যথাক্রমে শ্রীনগর ও গোয়ালিয়রের নাম পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত খেতাব জিতে নেয় ভূস্বর্গের সুন্দরী রাজধানী। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ