Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবু স্ত্রী বললে পাকিস্তানে যাবেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৫:৩০ পিএম
দীর্ঘ ২৪ বছর পর আগামী বছরের মার্চ মাসে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অজিরা। আর এই দলে নিশ্চিতভাবে জায়গা মিলবে অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে তিনি জানিয়েছেন তিনি এখন আছেন দোটানার মধ্যে। পাকিস্তান যেতে পারবেন কি না এটি এখন তিনি নিশ্চিত করতে পারছেন না।  কারণ আগামী বছর ওই সময়টায় তার বান্ধবীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। এক সাক্ষাতকারে ম্যাক্সওয়েল জানিয়েছেন তার বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের মার্চ মাসে। কিন্তু সারাবিশ্বব্যপী করোনা হানা দেয়ায় বেশ কয়েকবার এ সময় বদলাতে হয়েছে তাকে। এখন আবার নতুন করে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলার জন্য বিয়ের সময় বদলাতে পারবেন কি না এটি তিনি বলতে পারছেন না। ম্যাাক্সওয়েল অনেকটা ঘুরিয়ে প্যাঁচিয়ে বলেছেন যদি তার হবু বউ সময় পেছাতে রাজী হয় তাহলে তিনি পাকিস্তান সফরে হযতো যেতে পারবেন। 
 
'আমি মনে করি এটি অসাধারণ ব্যপার যে আমাদের সেখানে একটি ট্যুর আছে। আমরা সর্বশেষ ১৯৯৮ সালে সেখানে খেলতে গিয়েছিলাম। এখন আমি এ সফরে যাচ্ছি না কি যাচ্ছি না এটি নির্ভর করছে আমার হবু বউয়ের উপর, কারণ ওই সময় আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি মনে করি আমি পাকিস্তান যেতে পারব কি না সে উত্তর দেয়ার বিষয়টি আমার উপর নেই।' বলেন ম্যাক্সওয়েল। 
 
আপনার হবু বউ বিয়ের সময় পিছিয়ে আপনাকে যেতে দিবে? এমন প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল বলেন, ' সুযোগ নেই। আমরা বেশ কয়েকবার সময় বদলিয়েছি। আমি মনে করি এবারেরটাই চূড়ান্ত।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ