Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কত মানুষ টিভিতে দেখেছিল ভারত-পাকিস্তান ম্যাচ জানাল স্টার স্পোর্টস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৪:৩১ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে গত ২৪ অক্টোবর খেলতে নামে ভারত-পাকিস্তান। এ ম্যাচটিকে ঘিরে ক্রিকেট সমর্থকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। কারণ দীর্ঘ দুই বছর পর একে অপরের বিপক্ষে খেলতে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ।
আর এ ম্যাচটি এবার রেকর্ড গড়েছে। বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস জানিয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচটি টিভির পর্দায় ১৬৭ মিলিয়ন ভিউ হয়েছে। যা বিশ্বের সবচেড বেশি দেখা টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে সবচেয়ে বেশিবার দেখা টি-টোয়েন্টি ম্যাচ ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি। সেই ম্যাচটির ভিউ হয়েছিল ১৩৬ মিলিয়ন। 
 
এ ব্যপারে স্টার স্পোর্টসের এক মূখপাত্র বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাস সৃষ্টি করেছে ১৬৭ মিলিয়ন ভিউ করে। এরমাধ্যমে এটি এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার দেখা ম্যাচ হিসেবে রেকর্ড গড়েছে।' 
 
এদিকে ভারত সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও পাকিস্তান জায়গা করে নিয়েছে সেমিতে। এ কারণে দর্শকরা হতাশ হলেও এবারের বিশ্বকাপের ম্যাচ সবচেয়ে বেশিবার দেখা ম্যাচ হওয়ায় স্টার স্পোর্টস খুশি। তবে ভারত যদি সেমিতে জায়গা করে নিত তাহলে তাদের ভিউর সংখ্যা আরো বাড়ত।


 

Show all comments
  • Milon ৯ নভেম্বর, ২০২১, ৭:৪৪ পিএম says : 1
    ১৩৬ মিলিয়ন মানুষ দেখল কিভাবে কুচক্রীদের মাথা নিচু করে দিয়েছে বাবর আজমরা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ