বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ভারতের। এর সঙ্গে সঙ্গে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর যুগের অবসান হয়েছে। তার আমলে ভারত আইসিসির কোন শিরোপা জিততে পারেনি, তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমি পর্যন্ত খেলেছে। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে। রবি শাস্ত্রী কোচ থাকা অবস্থায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ট্রল হয়েছে। গতকাল কোচ হিসেবে তার শেষ দিনে এ বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। শাস্ত্রী জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ক্ষীপ্ত হন না, বরং আনন্দই পান। গতকাল তিনি হাসির ছলে বললেন 'আমার নামে মদ খাও, আনন্দ কর'।
,এগুলো সবই মজা। আমার মাধ্যমে তারা এগুলো মজা করে। আমি এগুলো নিয়ে হাসি। আমার নামে মদ খাও না। এগুলোতে কোন সমস্যা নেই। আমি লেবুর পানি খাব অথবা দুধ বা মধু। তোমরা মদ খাও। আমার মাধ্যমে মজা কর, ব্যপার না।' বলেন শাস্ত্রী।
তাছাড়া গতকালের ম্যাচের মাধ্যমে বিরাট কোহলিও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। রবি শাস্ত্রী ও কোহলি দুজনের বেশ ভালো সঙ্গী ছিলেন। আর তাই তো গতকাল ম্যাচ শেষ কিছুট আবেগাআপ্লুত হয়ে যান শাস্ত্রী। মাঠেই কোহলিকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন। এখন ভারতে শুরু হবে রাহুল দ্রাবিড় যুগ। দেখা যাক দ্রাবিড়ের অধীনে ভারতের শিরোপা খরা কাটে কি না।