Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাতে বল করে, শুণ্য রান দিয়ে ভারতীয় বোলারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৪:০২ এএম
ভারতের সবচেয়ে বড় ঘরোয়া প্রতিযোগীতা মুস্তাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বিধর্বের স্পিন বোলার আক্ষে  কার্নেওয়ার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে  কখনো ঘটেনি। হোক সেটি আন্তর্জাতিক, ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ। এমন কিছুর দেখা মেলেনি কখনো। 
 
সেটি করে দেখিয়েছেন আক্ষে।রেকর্ডটি হলো নিজের চার ওভারে মণিপুরের বিপক্ষে একটি রানও দেননি আক্ষে কার্নেওয়ার। মানে তার জন্য নির্ধারিত চারটি ওভারের চারটিই  তিনি মেডেন দেন। সঙ্গে তুলে নেন দুটি উইকেট। 
 
তার আরেকটি বিশেষ গুণ হলো তিনি নিজের দুই হাতেই স্পিন বল করতে পারেন। এটি তার সাফল্য পাওয়ার আরেকটি মন্ত্র। 
 
মণিপুরের বিপক্ষে তার এমন রেকর্ড গড়া দিনে বড় জয় তুলে নিয়েছে তার দল বিধর্ভ। এদিন  প্রথমে ব্যাট করে বিধর্ভ ২১০ রান করে। জবাবে মণিপুর তার বোলিংয়ে বিধ্বস্ত হয়ে মাত্র ৫৫ রান করতে সমর্থ হয়।
 
মুশতাক আলী ট্রফি ভারতের অন্যতম বড় ঘরোয়া প্রতিযোগিতা। এখানে ভালো করতে পারলে ডাক মেলে আইপিএলে, এরপর ভারতের জাতীয় দলে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ