Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দিয়ে শাস্ত্রী-কোহলিকে বিদায় ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

শেষ চারের সম্ভাবনা শেষ আগেই। সেদিক থেকে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। প্রতিপক্ষও যেখানে নামিবিয়া, সেখানে ম্যাচের উত্তাপ থাকার কথাও নয়। ছিলোও না। সে কারণেই কি না, দুই দলের অপরটির নাম ভারত হওয়া সত্ত্বেও মাঠে দর্শক ছিল খুব কম। তবে এমন ম্যাচটিকেও একেবারে ম্লান হতে দেয়নি ভারত। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি যুগের শেষটা রাঙিয়েই নিল ‘স্বাগতিকরা’। হতাশায় মোড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শেষটা বড় জয়ে সারল ভারত। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ডেভিড ভিসেদের ১৩২ রানে আটকে দিয়ে ম্যাচটা ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে কোহলি-শাস্ত্রীর দল।
এই ম্যাচটি হতে পারতো ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ। দারুণ সমারোহে হয়তো নামিবিয়ার সঙ্গে খেলতে নামতো তারা; কিন্তু আগেরদিন নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ার ফলে সব হিসাব-নিকাশ মিটে যায়। ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। যার ফলে নামিবিয়ার বিপক্ষে ভারতের এই ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে নামিবিয়ার বিপক্ষে জয়-হার তো নয়, এই ম্যাচে ভারতের একটাই লক্ষ্য হতে পারত- কোচ শাস্ত্রী ও অধিনায়ক কোহলিকে সবচেয়ে সুন্দরভাবে বিদায় জানানো। দুবাইয়ে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে সে কাজটা অন্তত ভালোভাবে করতে পেরেছে ভারতীয় দল। রোহিতের ৩৭ বলে ৫৬, রাহুলের ৩৬ বলে ৫৪ আর সূর্যকুমারের ১৯ বলে ২৫ রানে ২৮ বল আগেই খেলা শেষ করেছে কোহলির দল।
কোহলি এই বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আর থাকবেন না, সে ঘোষণা আগেই দিয়েছিলেন। আর ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে শাস্ত্রীর চুক্তি শেষ বিশ্বকাপের পর, এরই মধ্যে কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। তার আগে শেষ ‘অ্যাসাইনমেন্ট’টা দুঃস্বপ্নের মতো কেটেছে কোহলি-শাস্ত্রীর। তবে অ্যাসাইনমেন্টের শেষ ম্যাচটা অন্তত ভালো কিছু করে দেখিয়েছে ভারত। নামিবিয়ার মতো দলের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট হয়তো বলা যাবে না, তবে ভারতের ক্রিকেটটা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই-ই হয়েছে। ৪ ওভার বল করে মাত্র ১৬ রানে ৩ শিকার ধরে ভারতের সফল বোলার জাদেজা। অশ্বিন ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৯ রানে ২ উইকেট নেন বুমরাহ।



 

Show all comments
  • সোলায়মান ৯ নভেম্বর, ২০২১, ২:১৩ এএম says : 0
    বাংলাদেশ তো সেটাও পারে নি
    Total Reply(0) Reply
  • অন্তর মাহমুদ ৯ নভেম্বর, ২০২১, ৩:০৩ এএম says : 0
    আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আজ শেষবারের মতন ক্যাপ্টেন হিসেবে খেলছেন কোহলি৷ তার নেতৃত্বে ভারত ৪৯টা টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় পেয়েছে ২৯টায় আর পরাজয় ১৬টিতে৷ নো রেজাল্ট ২টা ম্যাচে৷ উইন পার্সেন্টেজ ৬৩.৮২ যা ভারতের হয়ে সর্বোচ্চ এবং ওভারল ৪র্থ।
    Total Reply(0) Reply
  • রোমান ৯ নভেম্বর, ২০২১, ৩:০৪ এএম says : 0
    কোহলির নেতৃত্ব ভারত আইসিসি আয়োজিত আন্তজার্তিক টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও কোহলিই একমাত্র ক্যাপ্টেন যে SENA দেশগুলোতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে৷
    Total Reply(0) Reply
  • নয়ন ৯ নভেম্বর, ২০২১, ৩:০৪ এএম says : 0
    ক্যাপ্টেন কোহলির বিদায় দিয়ে আশাকরি ব্যাটসম্যান কোহলিকে ফিরে পাব। শুভকামনা রইলো।
    Total Reply(0) Reply
  • সঞ্জয় ৯ নভেম্বর, ২০২১, ৩:০৫ এএম says : 0
    শেষ ম্যাচটা অন্তত ভালো কিছু করে দেখিয়েছে ভারত। নামিবিয়ার মতো দলের বিপক্ষে চার-ছক্কার বৃষ্টি ঝরানোকে ভয়ডরহীন ক্রিকেট হয়তো বলা যাবে না, তবে ভারতের ক্রিকেটটা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই-ই হয়েছে।
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দিন ৯ নভেম্বর, ২০২১, ৩:০৭ এএম says : 0
    বাংলাদেশেও দেশী কোচ নিয়োগ দেয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ