পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জ্বালানি তেলের মূল্য এবং পরিবহন ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো খেলা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার পকেট কাটা সরকার। যাদেরকে লোকে সবাই বলে পকেট মার। দিনে রাতে পকেট কাটছে। এই পকেট মার সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে পকেট কাটছে। এখন পকেট কাটছে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার জনগণের পকেট কাটলো বাস ভাড়া বাড়িয়ে দিয়ে। এসব তাদের পাতানো খেলা, সাজানো খেলা।
গতকাল সোমবার ডিজেল ও কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের সারপ্লাস ৪৩ হাজার কোটি টাকা মুনাফা হয়েছে। বিগত সময়ে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছিলো তখন এই পেট্রোলিয়াম করপোরেশন দাম কমায়নি। উচ্চ দামেই তারা জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে। আজকে যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে ওই সংস্থার লোকেরা বলছে যে, আরো কমপক্ষে ৬ মাস তারা দাম না বাড়িয়েই চলতে পারতো। কিন্তু সেটা তারা করেনি। কেনো? এই সরকারের চরিত্রই হচ্ছে লুটপাট। তারা একদিকে অর্থনীতিকে লুট করছে, জনগণের পকেট কাটছে আর নিজেদের পকেট ভারী করছে। এভাবে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী যারা দায়িত্বে আছেন, সড়ক পরিবহনের অথবা জ্বালানির তারা একবারও জনগণের কল্যাণের কথা চিন্তা করে না। যার ফলে এই অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দিয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহনের ভাড়া ইতোমধ্যে বাড়ানো হয়েছে। একই সঙ্গে চাল-ডাল-তেল-লবণ-সবজীর দামও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।
মানুষ গরীব থেকে আরো গরীব হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনা শুরুতে দরিদ্র ছিল ২ কোটি। এখন ৩ কোটি ৪৮ লাখ। প্রতিদিন এটি বাড়ছে। এদিকে তাদের (সরকার) কোনো খেয়াল নাই। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে আমরা নাকী দেখতে পাই না। অন্যদিকে গরিব মানুষ আরও গরিব হচ্ছে। সন্তানের মুখে খাবার তুলে দিতে না পেরে শিশুসহ মা-বাবার আত্মহত্যা অথবা সন্তানসহ মায়ের আত্মহত্যা করছে।
২ দিনের কর্মসূচি ঘোষণা:
জ্বালানি তেল ডিজেল-কেরোসিন দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলা শহরে দুইদিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। কর্মসূচি হচ্ছে- আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়া সকল মহানগরে এবং ১২ নভেম্বর সারাদেশে জেলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।
মির্জা ফখরুল বলেন, এই প্রতিবাদ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। যত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে ততদিন জনগণের কষ্ট বাড়বে, তাদের ভোগান্তি বাড়বে। তারা আরো অসহায় হবে, গরীব থেকে আরো গরীব হবে। সেজন্য আজকে এই সরকারকে সরাতে জনগণকে মাঠে নামাতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরে যাওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি এবং গণবিস্ফোরণের মধ্য দিয়ে ওদের সরিয়ে আমরা দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবলু, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, অঙ্গসংগঠনের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ফজলুল রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ দুই মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।