Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত জিতল হেসে খেলেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১১:১২ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এর মাধ্যমে বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা। তবে প্রথম দুটি ম্যাচে যথাক্রমে পাকিস্তান ও নিজিল্যান্ডের বিপক্ষে হারায় তাদের বিদায় ঘন্টা বেজে গেছে সুপার টুয়েলভেই। ফলে নামিবিয়ার বিপক্ষে আজকের এ ম্যাচটি ভারতের জন্য নিয়ম রক্ষার ম্যাচ। এ ম্যাচে তারা জিতল হেসে খেলেই। এই রান টপকাতে ভারতের খেলতে হয়েছে মাত্র ১৫.২ ওভার। 
 
এর আগে  ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে  ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে নামিবিয়া। এই ম্যাচের লক্ষ নিয়ে খেলতে নেমে প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলে ম্যান ইন ব্লুরা। ম্যাচের  ৯.৫ ওভারের সময় ৫৬ রান করে ফ্রাইলিঙ্কের বলে ক্যাচ আউট হন রোহিত শর্মা। এর আগে অবশ্য তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিতাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছেন রোহিত। অপর ওপেনার রোহিত শর্মা ও ওয়ান ডাউনে নামা সূর্যকুমার যাদব দলকে খুব সহজেই জয়ের বন্দরে পৌছে দেন। রাহুল ৫৪ ও যাদব ২৫ রানে অপরাজিত ছিলেন। 
 
এদিকে এর আগে নামিবিয়ার হয়র ম্যাচটিতে সর্বোচ্চ ২৬ রান করেছেন ডেভিড ভিসা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন স্টেফান বার্ড। অন্যদিকে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। দুটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। 
 
 
ম্যাচটিতে প্রথম দশ ওভারে ৫১ রান তুলতে সমর্থ হয় নামিবিয়া।  এই রান তুলতে হারিয়ে ফেলে চারটি উইকট। তবে এরপর অধিনায়ক এরাসমুস ও ডেভিড ভিসা মিলে  দলের রান টেনে নিতে থাকেন। কিন্তু দলীয় ৭২ রানের সময় এরাসমুস ১২ রান করে অশ্বিনের বলে ফেরেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার খেলে নামিবিয়া ৫ উইকেট হারিয়ে ৭৭ রান করে। একপ্রাস্তে আগলে রেখে খেলতে থাকেন ভিসা। কিন্তু এর মাঝে ৯ রান করে জেজে স্মিট জাদেজা ও গ্রিন ০ রানে অশ্বিনের বলে ফেরেন। 
 
 নামিবিয়ার শুরুটা হয়েছিল ভালো। তাদের দুই ওপেনার ৩৩ রানের পার্টনারশিপ এনে দেন তাও মোহাম্মদ শামী ও জাসপ্রিত বুমরাহর বল মোকাবেলা করে। কিন্ত এ সময় ওপেনার ভেন লিঙ্গান ১৪ রান করে বুমরাহর বলে ক্যাচ আউট হন। এরপর ভারতের স্পিনাররা নামিবিয়াতে বেকায়দায় ফেলে দেয়। বিশেষ করে রবিন্দ্র জাদেজা। তিনি প্রথমে ক্রেগ উইলিয়ামসকে ০ রানে 
ও ওপেনার বার্ডকে  দলীয় ৩৯ ও ব্যাক্তিগত ২১ রানে ফেরান। এরপর রবিচন্দ্রন অশ্বিন চতুর্থ উইকেট হিসেবে লফটি ইটনকে ৫ রানে ফেরান। তখন দলের রান ছিল ৪৭।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ