আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে নামিবিয়া। এই ম্যাচের লক্ষ নিয়ে খেলতে নেমে প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে ম্যান ইন ব্লুরা। ম্যাচের ৯.৫ ওভারের সময় ৫৬ রান করে ফ্রাইলিঙ্কের বলে ক্যাচ আউট হন রোহিত শর্মা। এর আগে অবশ্য তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিতাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছেন রোহিত।
এদিকে এর আগে নামিবিয়ার হয়র ম্যাচটিতে সর্বোচ্চ ২৬ রান করেছেন ডেভিড ভিসা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন স্টেফান বার্ড। অন্যদিকে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। দুটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।
ম্যাচটিতে প্রথম দশ ওভারে ৫১ রান তুলতে সমর্থ হয় নামিবিয়া। এই রান তুলতে হারিয়ে ফেলে চারটি উইকট। তবে এরপর অধিনায়ক এরাসমুস ও ডেভিড ভিসা মিলে দলের রান টেনে নিতে থাকেন। কিন্তু দলীয় ৭২ রানের সময় এরাসমুস ১২ রান করে অশ্বিনের বলে ফেরেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার খেলে নামিবিয়া ৫ উইকেট হারিয়ে ৭৭ রান করে। একপ্রাস্তে আগলে রেখে খেলতে থাকেন ভিসা। কিন্তু এর মাঝে ৯ রান করে জেজে স্মিট জাদেজা ও গ্রিন ০ রানে অশ্বিনের বলে ফেরেন।
নামিবিয়ার শুরুটা হয়েছিল ভালো। তাদের দুই ওপেনার ৩৩ রানের পার্টনারশিপ এনে দেন তাও মোহাম্মদ শামী ও জাসপ্রিত বুমরাহর বল মোকাবেলা করে। কিন্ত এ সময় ওপেনার ভেন লিঙ্গান ১৪ রান করে বুমরাহর বলে ক্যাচ আউট হন। এরপর ভারতের স্পিনাররা নামিবিয়াতে বেকায়দায় ফেলে দেয়। বিশেষ করে রবিন্দ্র জাদেজা। তিনি প্রথমে ক্রেগ উইলিয়ামসকে ০ রানে
ও ওপেনার বার্ডকে দলীয় ৩৯ ও ব্যাক্তিগত ২১ রানে ফেরান। এরপর রবিচন্দ্রন অশ্বিন চতুর্থ উইকেট হিসেবে লফটি ইটনকে ৫ রানে ফেরান। তখন দলের রান ছিল ৪৭।