মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুকোমল সৌন্দর্য দেখে মোহিত হওয়া কি শুধু পুরুষের একচেটিয়া অধিকার? পূর্বরাগে কি নারী মন আমোদিত হতে পারে না! সে প্রশ্নে বিশ্বকে উত্তাল করে তুলেছেন দুই যুবতী। একজন সিংহলি, অপরজন ডাচ। অতিমারীর সময় মন ভাল করে দেওয়া গানে ভরে গিয়েছিল উপমহাদেশ। ‘টিপ সিন্ধুর দ্বীপ সিংহল’-এর তণ¦ী ইয়োহানি ডিলকা ডি’ সিলভার গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ মাস ছয়েক বাদেও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গান ইংরিজিতে গেয়ে ভাইরাল হলেন ডাচ তরুণী।
কখনও ভিডিওতে, কখনও রিলে। আম আদমি থেকে সেলিব্রেটি- সকলেই কখনও না কখনও গা দুলিয়েছেন ভাইরাল গানে। এমন একটি ব্যাপক ভাইরাল গানের যে ভাষান্তর ঘটবে, সেটাই স্বাভাবিক। বাংলা, হিন্দি নানা ভাষায় সে গান গেয়েছেন অনেকেই। অনেকে আবার করেছেন মজার প্যারোডি। এবার সেই গান ইংরিজিতে গেয়ে ভাইরাল হলেন ডাচ তরুণী। সম্প্রতি এই গানের ইংরেজি অনুবাদ করে গেয়েছেন নেদারল্যান্ডের গায়িকা এমা হিস্টার। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিও। আর তারপরই ভাইরাল।
২৮ অক্টোবর ওই ভিডিও পোস্ট করার পর থেকে ৩ লাখ মানুষ দেখে ফেলেছেন, শুনে ফেলেছেন এমার গান। শ্রোতারা মনে করছেন এমার গানে বেশ খানিকটা নতুনত্ব যোগ করেছে আলাদা মাত্রা। সুর এক থাকলেও লয়ে বেশ খানিকটা প্যাশন যোগ করেছেন এমা। ফলে তা আকর্ষণ করছে নতুন নতুন শ্রোতাকে। ছ’মাস ধরে ভাইরাল থাকা সিংহলি গানের নতুন হাওয়া বইয়ে দিচ্ছেন ডাচ গায়িকা। কমেন্ট বক্সে একের পর এক প্রশংসা বাক্য শ্রোতাদের ভাললাগাকেই চিহ্নিত করছে। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।