নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২য় দুই দিনের প্রস্তুতি ম্যাচ
বিসিবি একাদশ-ইংল্যান্ড একাদশ
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
টস : বিসিবি একাদশ
(বিসিবি একাদশ ১ম ইনিংস : ৭৪.৪ ওভারে ২৯৪/১০, মজিদ ১০৬, শান্ত ৭২, মোসাদ্দেক ৪৭, নুরুল ৩৯; ব্রড ২/৪৩, আনসারি ৪/৬৮, বেটি ২/৫৫। ইংল্যান্ড একাদশ ১ম ইনিংস : ৪ ওভারে ২/০, হামিদ ০*, ডাকেট ২*) প্রথম দিন শেষে
ইংল্যান্ড একাদশ ১ম ইনিংস রান বল ৪ ৬
হামিদ রিটায়ার্ড আউট ৫৭ ১২৫ ৯ ০
ডাকেট রিটায়ার্ড আউট ৬০ ১০১ ১০ ০
রুট ক নুরুল ব তানভীর ২৪ ৩৪ ৪ ০
বেয়ারস্টো ক রনি ব তানভীর ৬ ১০ ১ ০
বাটলার ক মজিদ ব তানভীর ৪ ১৪ ০ ০
স্টোকস বোল্ড শুভাশীষ ২৫ ৩৬ ৪ ০
ব্যালান্স অপরাজিত ৩৬ ৭৫ ৬ ০
মঈন বোল্ড মোসাদ্দেক ১৫ ১৬ ২ ১
আনসারি রানআউট (নুরুল) ১ ১৭ ০ ০
ওকস বোল্ড তানভীর ২৩ ৩৯ ৩ ১
বেটি বোল্ড তাসকিন ১ ৪ ০ ০
অতিরিক্ত (বা ১, ও ২, নো ১) ৪
মোট (অলআউট, ৭৮.২ ওভার) ২৫৬
উইকেট পতন : ১-৯০ (ডাকেট), ২-১১৫ (রুট), ৩-১৩৩ (বেয়ারস্টো), ৪-১৩৯ (বাটলার), ৫-১৭৮ (হামিদ), ৬-১৮২ (স্টোকস), ৭-২০১ (মঈন), ৮-২১২ (আনসারি), ৯-২৫৫ (ওকস), ১০-২৫৬ (বেটি)
বোলিং : তাসকিন ১৩.২-১-৪৬-১, শুভাশীষ ১২-৩-২৬-১, আল-আমিন ১০-৭-৮-০, এবাদত ১০-৪-৪২-০, তানভীর ১৪-৩-৫৩-৪, রনি ৭-১-৩৫-০, শান্ত ১-০-৭-০, মোসাদ্দেক ১১-১-৩৮-১
ফল : ম্যাচ ড্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।